Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুম্বাই চলচ্চিত্র উৎসবে সেরা ঐতিহাসিক সিনেমা জেকে ১৯৭১

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

বিশ্বের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যে একটি মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই উৎসবে সেরা ঐতিহাসিক সিনেমার পুরস্কার লাভ করেছে ফাখরুল আরেফিন খানের ‘জেকে ১৯৭১’। পরিচালক জানান, ফরাসী যুবক জ্যঁ কুয়েকে নিয়ে আমাদের এই সিনেমা। জ্যঁ কুয়ের সঙ্গে আমাদের দেশের সরাসরি কোনো যোগাযোগ ছিল না, এমনকি আমাদের দেশে কখনও আসেননিও। তারপরও মুক্তিযুদ্ধের সময় শুধুমাত্র মানবিক কারণে জীবনের ঝুঁকি নিয়ে ছিনতাই করেছিলেন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি বিমান। তার দাবি ছিল, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের জন্য ২০ টন ওষুধ ও চিকিৎসা সামগ্রী ওই বিমানে তুলে দিতে হবে এবং তাহলেই কেবল মুক্তি পাবে বিমানের সব যাত্রী। মানবিক এই মানুষটির কথা আমরা অনেকেই জানি না। তার কথা জানতেই আমরা জেকে ১৯৭১ সিনেমাটি নির্মাণ করেছি। মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই অর্জণের মাধ্যমে তার কথা অনেকেই জানতে পারছেন। আশা করছি, তাকে কথা ধীরে ধীরে অনেকেই জানতে পারবেন। তিনি বলেন, আমরা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আফগান যুদ্ধ এমনকি সোমালিয়ার যুদ্ধ নিয়ে নির্মিত সিনেমা দেখি। কিন্তু আন্তর্জাতিক দর্শকদের দেখানোর জন্য ইংরেজিতে আমাদের মুক্তিযুদ্ধের কোনো সিনেমা নেই। তাই আমরা এই সিনেমাটি নির্মাণ করেছি। সিনেমাটির মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, সিনেমাটির কাজ শেষ হয়েছে বেশ কিছুদিন আগে। এরই মধ্যে মুক্তি প্রক্রিয়ার অংশ হিসেবে পোস্টার ও টিজার প্রকাশ করেছি। আশা করছি, খুব শিঘ্রই মুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব। গড়াই ফিল্মসের ব্যানারে নির্মিত ‘জেকে ১৯৭১-এর নাম ভূমিকায় অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সৌরভ শুভ্র দাশ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় মার্কিন যুক্তরাস্ট্রের অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড এবং রাশিয়ান অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো ও অভিনেতা নিকোলাই নভোমিনাস্কি, পশ্চিমবঙ্গের সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রানীলসহ আরো প্রায় ৩৬ জন অভিনয়শিল্পী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুম্বাই চলচ্চিত্র উৎসবে সেরা ঐতিহাসিক সিনেমা জেকে ১৯৭১
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ