Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘আমার কাছে দিল্লী থেকে মুম্বাই বেশি নিরাপদ’: ইভটিজিংয়ের শিকার সানিয়া মালহোত্রা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

দিল্লীর থেকে মুম্বাই বেশি নিরাপদ, বিস্ফোরক দাবি অভিনেত্রী সানিয়া মালহোত্রার। কোন প্রসঙ্গে দিল্লিকে নিরাপদ নয় বললেন সানিয়া, সেটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। অভিনেত্রী সানিয়াকে পরবর্তীতে দেখা যাবে, অভিনেতা রাজকুমার রাও-এর বিপরীতে ‘এইচআইটি দ্য ফার্স্ট কেস’-এ। যেটি ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত একটি তেলেগু সুপারহিট ছবির হিন্দি সংস্করণ। এই ছবিটি তেলেঙ্গানা রাজ্যের হোমিসাইড ইন্টারভেনশন টিমের (এইচআইটি) একজন পুলিশ অফিসার বিক্রম জয়সিং-কে অনুসরণ করে আবর্তিত হয়েছে, যাকে একটি অল্পবয়সী মেয়ের নিখোঁজ তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল। এই ছবির বিষয়ে আরও জানতে হলে, অবশ্যই ছবিটি দেখতে হবে। সম্প্রতি এই ছবির বিষয়ে একটি বেসরকারি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সানিয়া মালহোত্রা প্রকাশ করেছেন যে, কেন তিনি মুম্বাইয়ের তুলনায় দিল্লিকে বেশি ‘অনিরাপদ’ মনে করেন! ‘দিল্লির তুলনায় মুম্বাই বেশি নিরাপদ’ প্রসঙ্গে সানিয়া জানান, তিনি মূলত দিল্লির বাসিন্দা। তাও কেন নিজের বাসভূমিকে নিয়ে এহেন বিস্ফোরক মন্তব্য তাঁর? তাঁর কাছে মুম্বাইয়ের তুলনায় দিল্লী বেশি ‘অনিরাপদ’। অভিনেত্রী বলেন, আমি দিল্লি থেকে এসেছি। কিন্তু আমি দিল্লির চেয়ে মুম্বাইকে বেশি পছন্দ করি। তবে মুম্বাইকে পছন্দ করার একটি খুব ভাল কারণ রয়েছে। সেটি হল, আমি মুম্বাই থাকাকালীন নিজেকে নিয়ে বেশি নিরাপদ বোধ করি। কারণ আমার মনে হয় না যে, দিল্লিতে এমন একজন মহিলাও আছেন যিনি ইভটিজিংয়ের মুখোমুখি হননি। দিল্লির উন্নতি হয়েছে কি না আমার জানা নেই, কিন্তু আমি সেখানে নিরাপদ বোধ করি না। এই কারণেই দিল্লির থেকে মুম্বাইকে বেশি নিরাপদ মনে করেন সানিয়া। এইচআইটি- দ্য ফার্স্ট কেস হল, ২০২০ সালের একটি তেলেগু ছবির রিমেক। ছবিটি পরিচালনা করেছেন ডা. সাইলেশ কোলানু, যিনি তেলেগু ছবিটিও পরিচালনা করেছিলেন। তেলেগু ফিল্ম ‘এইচআইটি’ এর প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন, বিশ্বক সেন এবং রুহানি শর্মা। আর এই ছবির হিন্দি রিমেকে রাকুমার রাওকে পুলিশের ভূমিকায় দেখা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘আমার কাছে দিল্লী থেকে মুম্বাই বেশি নিরাপদ’: ইভটিজিংয়ের শিকার সানিয়া মালহোত্রা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ