Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসল মায়ের খোঁজে সুইস নারী মুম্বাইয়ে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২২, ১২:০১ এএম

১৯৭৮ সালে এক ভারতীয় দম্পতি বীণা মাখিজানি মুলারকে দত্তক নেয়। এরপর তাকে নিয়ে সুইজারল্যান্ড চলে আসেন তারা। কিন্তু এতদিন পর বীণা এখন তার আসল মা’কে খুঁজে বেড়াচ্ছেন। গত এক দশক ধরে তিনি তার মায়ের সন্ধান পেতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু তিনি তার মায়ের নাম (রেবেলো) ছাড়া কিছুই জানেন না। ৪৪ বছর বয়সী বীণাকে দক্ষিণ মুম্বাইয়ের একটি দত্তক কেন্দ্র থেকে দত্তক নিয়েছিলেন তার এখনকার বাবা মা। এরপর তাকে নিয়ে সুইজারল্যান্ড চলে যান তারা। বীণা বলেন, ২০১১ সাল থেকে আমি আমার মায়ের খোঁজে মুম্বাই আসছি। কিন্তু এখন পর্যন্ত কোনো খোঁজ পাইনি। আমি এখনও লক্ষ্য থেকে বহু দূরে। বীণা জানান, তার এখন দুই ছেলে আছে। তাদের বয়স ১৩ ও ১৬। তারাও এখন তাদের শিকড় সম্পর্কে জানতে চায়। তার ডিএনএ টেস্ট করে বীণা জানতে পেরেছেন তিনি গোয়া অঞ্চল থেকে এসেছেন। ১৯৭৮ সালে তার মা গোয়া থেকে মুম্বাইতে এসে তাকে জন্ম দেন। কেউ যদি রেবেলো নামে এমন কোনো নারীকে চিনে থাকেন তাহলে তাকে অঞ্জলি পাওয়ার নামের এক এক্টিভিস্টের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানান বীণা। প্রথম থেকে তিনিই বীণাকে সাহায্য করছিলেন। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুইস নারী মুম্বাইয়ে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ