Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মস্কোতে পুরস্কৃত হলো বাংলাদেশের ‘আদিম’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:৩৬ পিএম

৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নেমেছে শুক্রবার (২ সেপ্টেম্বর)। বাংলাদেশের সিনেমা 'আদিম' প্রদর্শিত হয়েছে মূল প্রতিযোগিতা বিভাগে এবং জিতে নিয়েছে 'নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড'। মস্কোর স্থানীয় সময় শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে সিনেমাটির নির্মাতা যুবরাজ শামীমের হাতে তুলে দেওয়া হয় জুরি অ্যাওয়ার্ড। নির্মাতা নিজেই বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

যুবরাজ জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে এবং বিকেল ৫টা ৩০ মিনিটে তিনি রেড কার্পেটে হেঁটেছেন।

তিনি বলেছেন, 'মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় 'আদিম'-এর মনোনয়ন পাওয়াটাই আমার কাছে বিশেষ। উৎসব কর্তৃপক্ষের আমন্ত্রণে সিনামাটি নিয়ে মস্কোতে এসে আমার এই যাত্রা স্মরণীয় হয়ে থাকবে। আমার সিনেমার জন্য পেয়েছি জুরি অ্যাওয়ার্ড। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। সব মিলিয়ে এই উৎসব আমার মতো তরুণ নির্মাতার জন্য একটি অন্য রকম অভিজ্ঞতা। '

পুরস্কারটি বাবাকে উৎসর্গ করেছেন যুবরাজ। তিনি বলেছেন, 'আসলে এই উৎসবের পুরো ব্যাপারটিই আমার কাছে কাল্পনিক মনে হচ্ছে। মনে হচ্ছে আমি একটি ঘোরের মধ্যে আছি। আমার এই অর্জন আমার বাবা শাহজাহান ভূঁইয়াকে উৎসর্গ করছি। '

এর আগে, মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে নির্বাহী প্রযোজক মোহাম্মদ নূরুজ্জামানকে সঙ্গে নিয়ে ২৭ অগাস্ট মস্কোর উদ্দেশ্যে ঢাকা ছাড়েন যুবরাজ শামীম। ৩০ অগাস্ট মস্কোতে হয় আদিমের ওয়ার্ল্ড প্রিমিয়ার শো। সিনেমাটি দেখে সাধারণ দর্শকসহ উৎসবের বিচারকরাও প্রশংসা করেছেন।

জানা গেছে, টঙ্গীর একটি বস্তিতে 'আদিম'-এর পুরো শুটিং করা হয়েছে। সিনেমার কাহিনি বস্তিকে কেন্দ্র করেই এবং চরিত্ররাও বস্তিতেই থাকেন। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাদশা, দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। চিত্রগ্রহণ করেছেন আমির হামযা এবং সাউন্ড ও কালারের কাজ করেছেন সুজন মাহমুদ। গণ-অর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়নের ব্যানারে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। সহ-প্রযোজক হিসেবে যুক্ত ছিল সিনেমেকার ও লোটাস ফিল্ম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আদিম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ