Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

আদিম এক পার্টিতে মেতে উঠেছিলেন ১০ ব্যক্তি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

দুই যুবতীকে নিয়ে আদিম এক পার্টিতে মেতে উঠেছিলেন ১০ ব্যক্তি। এর মধ্যে একজন সরকারি কর্মচারী। শনিবার দিবাগত রাত একটায় মালয়েশিয়ার কামপাং বেঙ্গালি এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে সরকারি এক কর্মচারীসহ ১০ ব্যক্তিকে আটক করেছে তারা। এর মধ্যে আছেন ২১ ও ৩১ বছর বয়সী দুজন যুবতী। সেবারাং পেরাই উতারার পুুলিশ প্রধান এসিপি নূরজাইনি মোহাম্মদ নূর বলেছেন, গোয়েন্দা পুলিশের তথ্যমতে এবং অন্য সূত্রের খবরের ভিত্তিতে স্থানীয় সময় রাত একটা ১০ মিনিটে ওই এপার্টমেন্টে অভিযান চালায় পুলিশ। তদন্তে দেখা গেছে তারা ওই বাসাটি তিনদিন দুই রাতের জন্য ৩০০ রিঙ্গিতে ভাড়া নিয়েছে। ওই বাসাটি ভাড়া নিয়ে তারা তাকে একটি ডিসকো থিয়েটার বানিয়ে নিয়েছিল। নিজেদের বিনোদনের ব্যবস্থা করেছিল। এই গ্রুপে আছে হাসপাতালের একজন অ্যাটেনডেন্ট, ব্যবসায়ী, কারখানা কর্মী, কুরিয়ারের স্টাফ। তারা সেখানে মাত্র এক রাত্র যাপন করেছিল। চলাচল নিয়ন্ত্রণ বিষয়ক আইন ভঙের জন্য তাদেরকে এক হাজার রিঙ্গিত জরিমানা করা হয়েছে। তদন্তের জন্য তিন দিনের জন্য রিমান্ডে নেয়া হয়েছে। স্টারটিভি ডটকম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আদিম-পার্টি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ