Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আদিম-এর অ্যাওয়ার্ড অর্জন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৪ তম আসরে ‘নেটপ্যাক জুরি এবং সিলভার সেইন্ট জর্জ অ্যাওয়ার্ড’ লাভ করেছে বাংলাদেশের সিনেমা ‘আদিম’। সিনেমাটি পরিচালনা করেছেন যুবরাজ শামীম। ২০১৭ সালের জুলাই থেকে ‘আদিম’ সিনেমাটি নির্মাণের প্রস্তুতি শুরু করেন পরিচালক যুবরাজ শামীম। সিনেমার অর্থায়নের জন্য তিনি ফেসবুকে শেয়ার বিক্রির পোস্ট দেন। কিছু অর্থ জোগাড় হওয়ার পর ২০১৮ সালে শুরু হয় শুটিং। পোস্ট প্রোডাকশন শেষে চলতি বছর বিভিন্ন উৎসবে সিনেমাটি পাঠাতে থাকেন পরিচালক। এবারের ভেনিস চলচ্চিত্র উৎসবেও শর্ট লিস্টে ছিল ‘আদিম’ ছিল। শেষ পর্যন্ত মনোনয়ন পায়নি। গত যুবরাজ শামীম জানতে পারেন তার সিনেমাটি মস্কো উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। উৎসবে অংশ নিতে গত ২৭ আগস্ট ঢাকা ছাড়েন যুবরাজ। ৩০ আগস্ট মস্কোতে হয় ‘আদিম’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার। টঙ্গীর একটি বস্তিতে শুটিং হয়েছে ‘আদিম’ সিনেমার। এর কাহিনীও বস্তিকে কেন্দ্র করে। গণঅর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়ন-এর ব্যানারে নির্মিত এবং সহ প্রযোজক হিসেবে সিনেমাকার ও লোটাস ফিল্ম যুক্ত রয়েছে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাদশা, দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন আমির হামযা এবং সাউন্ড ও কালার করেছেন সুজন মাহমুদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আদিম-এর অ্যাওয়ার্ড অর্জন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ