Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪ হাজারের বেশি ইউক্রেনীয় সেনা বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করেছে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২২, ৬:৫৪ পিএম

ইউক্রেনীয় জেনারেল স্টাফের চিফ ডিরেক্টরেট অফ অপারেশনসের ডেপুটি হেড অ্যালেক্সি গ্রোমভ বলেছেন, ৪ হাজারেরও বেশি ইউক্রেনীয় সেনা সদস্য ১৪টি বিদেশী রাষ্ট্রে প্রশিক্ষণ গ্রহণ করেছে।

বৃহস্পতিবার ফেসবুকে করা একটি পোস্টে গ্রোমভ বলেন, ‘১৪টি অংশীদার রাষ্ট্রে ৪ হাজারেরও বেশি ইউক্রেনীয় সেনা সদস্য বিদেশী অস্ত্র ও যানবাহনের সাথে প্রশিক্ষণ নিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘তাদের মধ্যে ২ হাজার জনেরও বেশি সেনা সদস্য আর্টিলারি ক্রু, সেইসাথে ৫০০ জন বিমান প্রতিরক্ষা এবং একাধিক লঞ্চ রকেট সিস্টেম বিশেষজ্ঞ।’

এছাড়াও, প্রায় ২০০ জন এন্টি-ট্যাঙ্ক অস্ত্রের ব্যবহার ও রক্ষণাবেক্ষণের প্রশিক্ষণ গ্রহণ করেছে এবং প্রায় ১০০ জন রাডার ব্যবহার ও রক্ষণাবেক্ষণের বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন বলে তিনি জানান। সূত্র: তাস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রশিক্ষণ

৩১ জুলাই, ২০২২
২৮ জুলাই, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ