বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পূর্বশত্রুতার জের ধরে বেনাপোল পোর্ট থানা এলাকার ৪নং ওয়ার্ডের আমড়াখালী গ্রামে গত রবিবার (২৮ আগস্ট) রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নুর আলম (৪৫) নামে এক পরিবহন শ্রমিক নেতাসহ পাচঁজনকে গুরুতর আহত হলে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আজ বুধবার (৩১ আগস্ট) সকালে চিকিৎসাধীন অবস্থায় শ্রমিক নেতা নুর আলম মারা যান। আহত আরো চারজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত নুর আলমসহ বাকী পাচঁজনই বেনাপোল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আমড়াখালী গ্রামের বাসিন্দা।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন ভুইয়া জানান, আমড়াখালী গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ওই ঘটনায় পাঁচজন গুরুতর আহত হন। তারমধ্যে নুরআলম নামে একজন পরিবহন শ্রমিক নেতা খুলনা হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় পুলিশের অভিযানে ৩ জন আটক হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।