Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বের মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে : জৈনপুরের পীর

| প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

দেবিদ্বার উপজেলা সংবাদদাতা : জৈনপুর দরবার শরীফের পীর আলহাজ হযরত মাওলানা শাহ্ সুফি সাইফুল হাফিজ সিদ্দিকী বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই এ ধর্মে। অনৈক্য ও পারস্পরিক দ্ব›দ্ব-অভিশ্বাসের কারণে বিশ্বব্যাপী মুসলমানরা নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছেন। মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর চলছে বর্বর নির্যাতন। তাই ইসলাম বিদ্বেষী অপশক্তির হাত থেকে বাঁচতে হলে বিশে^র মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে এ অন্যায় অত্যাচার ও ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে।
তিনি আরো বলেন, কুরআন ও সুন্নাহ মোতাবেক মুসলমানদের চলতে হবে, সকল অন্যায়-অবিচার থেকে সমাজকে মুক্ত রাখতে আমাদের সবাইকে কাজ করতে হবে। তিনি শনিবার সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাঙ্গুরী এলাকায় আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ব্যবসায়ী আবদুল মান্নান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মাহফিলে বক্তব্য রাখেন হযরত মাওলানা আলী হায়দার নিজামী, নাগাইশ দরবার শরীফের পীর মাওলানা মোশতাক ফয়েজী, মাওলানা মুফতি আবুল খায়ের, মাওলানা আব্দুল বাতেন, মুফতি মাজহারুল ইসলাম, মাওলানা আবুল বাশার ফারুকী, মাওলানা অহিদুর রহমান, মাওলানা মিজানুর রহমান ও মাওলানা হাফেজ ইমাম আল-হুসাইনী প্রমুখ। মাহফিল পরিচালনা করেন জৈনপুরের খলিফা মাওলানা নূরে আলম আজমী।
পরে বাংলাদেশ ও বিশ্বের মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন জৈনপুর দরবার শরীফের পীর আলহাজ হযরত মাওলানা শাহ্ সুফি সাইফুল হাফিজ সিদ্দিকীর ছেলে মাওলানা হাফিজ সিদ্দিকী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুসলিম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ