Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একে ২২ রাইফেল, বিদেশি পিস্তল ও ৪ লাখ ইয়াবাসহ গ্রেপ্তার-৫

উখিয়ায় র‌্যাবের অভিযানে

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২২, ৬:৫৮ পিএম

মিয়ানমারে মানুষ বন্ধক রেখে ইয়াবা পাচারকারী চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে

র‌্যাব।
বিশেষ অভিযান চালিয়ে
মিয়ানমারের রাখাইন ষ্টেটের আলোচিত রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের অভিযুক্ত ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

এসময় তাদের কাছ থেকে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি একে ২২ রাইফেল, একটি বিদেশি পিস্তল, একটি এসবিবিএল এবং ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হলেন যারা- আব্দুল্লাহ রাজ্জাক ওরফে রাজ্জাক মাঝি, ইলিয়াছ, শাহেদ, মো. আয়াজ ওরফে আজিজুল ও সাইফুল ইসলাম।

এরমধ্যে রাজ্জাক মাঝি ও আজিজুল হক রোহিঙ্গা। বাকি ৩ জন বাংলাদেশের নাগরিক।

শনিবার (২৭ আগস্ট) দুপুরে র‍্যাব-১৫ এর কক্সবাজার সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম সরকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেপ্তার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ