Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে ডাকাত দলের মূল হোতাসহ আরো তিন সদস্য আটক

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২২, ৭:১৪ পিএম


রাজশাহী নগরীর শাহমখদুম থানার পুলিশ পোস্টাল একাডেমির সামনে থেকে বৃহস্পতিবার সকালে সংঘবদ্ধ ডাকাত দলের মূল হোতাসহ আরও ৩ সদস্যকে গ্রেফতার করেছে। এসময় আসামিদের কাছ থেকে ডাকাতি হওয়া ৫ লক্ষ ৮৫ হাজার ১২৫ টাকা উদ্ধার করা হয় ।
আরএমপি সদরদপ্তর কনফারেন্স রুমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো: আবুল কালাম সিদ্দিক এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।
গ্রেফতারকৃতরা হলো , রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার মো . মোকলেছুর রহমানের ছেলে মো . নুর আলম নুরু (২৩), পবা থানার বীর গোয়ালিয়ার মো: মকবুল হুসাইনের ছেলে মো: ন. মুহাইমিনুল ইসলাম সবুজ (২৯) এবং দূর্গাপুর থানার মো: আব্দুর রশীদের ছেলে মো: কামরুজ্জামান লিটন (২৬)।
প্রসঙ্গত, গত রবিবার ভোরে নগরীর শাহমখদুম থানার পোস্টাল একাডেমির সামনে পান ব্যবাসায়ীর ৩৪ লক্ষ ২৭ হাজার টাকা ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় শাহমখদুম থানার পুলিশ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করে এবং ১৬ লক্ষ ৮৪ হাজার ৯৪০ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করে। এই ঘটনায় পান ব্যবসায়ী মামলা করেন। এবং এখন পর্যন্ত এই মামলায় ৯ আসামিকে গ্রেফতারসহ ২০ লক্ষ ৬৯ হাজার ১০৬৫ টাকা উদ্ধার করে ।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান নির্ণয় করে উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: নূরে আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে এবং দূর্গাপুর থানা এলাকা হতে আসামিদের গ্রেফতার করে। এসময় আসামিদের কাছ থেকে ডাকাতি হওয়া আরও ৫ লক্ষ ৮৫ হাজার ১২৫ টাকা উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ