Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শর্ট রান আপেও ভয়ঙ্কর মাশরাফি

| প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : পাঁচ পাঁচবার হাঁটুর লিগামেন্টে অপারেশনের ধকল কাটিয়ে এখনো খেলছেন, বোলিং করছেন মাশরাফি। ছোট-বড় ইনজুরি গা সওয়া হয়ে গেছে তার। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ইনজুরি নিয়ে খেলেছেন, পেসার পরিচয় ছেড়ে স্পিনার পরিচয়ে বোলিং করে জিতিয়েছেন আবাহনীকে! এমন অতীত যার, হ্যামেস্ট্রিং ইনজুরি তার কাছে এমন কি? প্রয়োজনে রান আপ কমিয়ে বোলিং করতে পারেন এবং তা বলের গতি ঠিক রেখেই। বড় রান আপের মাশরাফির সঙ্গে ছোট রান আপের মাশরাফির মধ্যে তফাতটা পড়বে না ধরাÑগতকাল শের-ই-বাংলা স্টেডিয়ামে দর্শক দেখেছেন তা। আগের ২টি ম্যাচে হ্যামেস্ট্রিং ইনজুরি বাধা হয়ে দাঁড়াতে পারেনি, বরিশাল বুলসের বিপক্ষে উইকেটহীন ৪ ওভারে মাত্র ১৭ রান খরচায় জানিয়ে দিয়েছেন তা। রাজশাহী কিংসের বিপক্ষে ম্যাচ উইনিং বোলিং ২/২৪ও সেই হ্যামেস্ট্রিং ইনজুরি নিয়ে। গতকাল খুলনা টাইটান্সের বিপক্ষে সেখানে আর একটি ম্যাচ উইনিং বোলিং (৪-০-১৬-৩)! বিপিএল ক্যারিয়ারে নিজের এই বোলিংই সেরাÑযে ইনিংসে ২৪ বলের ১২টিই ডট! ছোট রান আপে বোলিং তার নুতন নয়, গতকাল ম্যাচ শেষে মিডিয়াকে জানিয়েছেন তা মাশরাফিÑ ‘শর্ট রানআপে বল করলেও আমার পেস একই থাকে। এটাই আমার সুবিধা। এভাবে বল করতে সমস্যা হয় না। অনুশীলনে শর্ট রান আপে প্রচুর বল করেছি। যখন চোট ছিল তখন শর্ট রানআপে বল করেছি। ওই অভ্যাসটা আমার আছে। অন্য পেসারদের চেয়ে সুবিধা এখানে বেশি আমার।’
প্রথম ৫টি ম্যাচ টানা হেরে শেষ তিনটি ম্যাচ জয়ে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ানো কুমিল্লা ভিক্টোরিয়ান্স সমীকরনের হিসেবে প্লে অফের সম্ভাবনা রেখেছে বাঁচিয়ে। তবে এতোটা স্বপ্ন এখনো দেখছেন না মাশরাফি। পেশাদার ক্রিকেটার হিসেবে শেষ পর্যন্ত লড়াইয়ে থাকতে চেয়েছেন,তার এই দর্শনটা ধারণ করেছে অন্য টিমমেটরাও। কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় তাই কিছুটা তৃপ্তির ঢেকুর তুলতে পারছেন মাশরাফিÑ ‘শেষ কয়েকটা ম্যাচ জিততে পারায় খেলোয়াড়দের ভালো লাগবে।  টুর্নামেন্টের সেরা হওয়া সবসময়ই কঠিন। পেশাদারিত্ব এমন একটা ব্যাপার যেখানে শেষ পর্যন্ত লড়াই করতে পারছি কি না, এটা দেখার বিষয়। আমরা কোথাও ছিলাম না, সেখান থেকে শেষ তিনটা ম্যাচ জেতা আমাদের জন্য অনেক বড় পাওয়া। প্রত্যেক খেলোয়াড়ের জন্য ভবিষ্যতের জন্য এটা একটা অভিজ্ঞতা হয়ে থাকবে- কঠিন সময় থেকে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। আমরা জয়ের ধারায় আসতে পেরেছি, এটা খুব ভালো লেগেছে।’
জয়ের সঙ্গে নেট রান রেটে এগিয়ে যেতে হবে। সে কথা মাথায় রেখে টাইটান্সের বিপক্ষে জয়টা পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান পরিকল্পিত খেলে, তা জানিয়েছেন মাশরাফিÑ ‘চেষ্টা করেছিলাম, ১৫/১৬ ওভারের মধ্যে ম্যাচটা জিততে। শেষ ম্যাচে যদি কোনো সুযোগ আসে, সেই চেষ্টা করা। তবে আমরা প্রথম ৬ ওভার ব্যবহার করতে পারিনি।’ পাঁচ নম্বরে ব্যাটিংয়ে এসেছেন দলের প্রয়োজনে, তা জানিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়কÑ‘টিম মিটিংয়ে বলা হয়েছিল, শেহজাদ, ইমরুল প্রথম থেকেই চড়াও হবে। শুরুতেই শেহজাদ আউট হওয়ায় চাপ চলে আসে। চাপ থাকাতে ওরা শট খেলতে পারেনি। ইনিংসের মাঝামাঝি সময়ে এসে সে চেষ্টা করেছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাশরাফি

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ