Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাশরাফি-স্যামুয়েলসে প্লে অফের স্বপ্ন ভিক্টোরিয়ান্সের

| প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

খুলনা টাইটান্স ঃ ১৪১/৬ (২০.০ ওভারে)
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ঃ ১৪২/৫ (১৮.৪ ওভারে)
ফল ঃ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৫ উইকেটে জয়ী।
শামীম চৌধুরী : টানা ৫ ম্যাচ হেরে যাওয়া দলটি মুষড়ে পড়বে, এটাই স্বাভাবিক। তবে দলটির অধিনায়ক মাশরাফি বলেই রণে ভঙ্গ দেয়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এমন এক সেনাপতি আছেন বলেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এখন অসাধ্য সাধনে প্লে অফের সম্ভাবনা রেখেছে বাঁচিয়ে! ৮ম ম্যাচ শেষে মাত্র ১টি জয়ে সব হারিয়ে নিয়ম রক্ষার ম্যাচগুলো কোন মতে পার করার কথা যাদের, সেই দলটিই মাশরাফিতে উদ্বুদ্ধ, অন্য এক ভিক্টোরিয়ান্সে আবির্ভূত। শেষ অংকে বরিশাল বুলসকে ৮ উইকেটে হারিয়ে শুরু, শেষ তিন ম্যাচের তিনটিতে বড় জয়ে এখন প্লে অংকের সমীকরণ মেলানোর কথাও ভাবছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
হ্যামেস্ট্রিং ইনজুরি নিয়েও খেলছেন দলের প্রয়োজনে এবং শর্ট রান আপে বোলিং করে সর্বশেষ তিন ম্যাচে দিয়েছেন বোলিং নির্ভরতা অধিনায়ক মাশরাফি। গতকাল খুলনা টাইটান্সের বিপক্ষে এক স্পেলে তার বোলিং (৪-০-১৬-৩) দিয়েছে দলকে অক্সিজেন। ২৪টি ডেলিভারীর মধ্যে
১২টিই ডট। প্রথম ওভারে শ্লোয়ার ডেলিভারীতে করেছেন মজিদকে বোল্ড, তৃতীয় ওভারে শর্ট বলে হাসানুজ্জামান দিয়ে এসেছেন উইকেটের পেছনে ক্যাচ। নিজের ৪র্থ ওভারে তার শিকার সেখানে নিকোলাস পুরান। টুয়েন্টি-২০ ক্যারিয়ারে এর চেয়েও ভাল বোলিং আছে মাশরাফির, তবে বিপিএলে এটাই তার সেরা বোলিং। খুলনা টাইটান্সকে ১৪১/৬ এ কুমিল্লা ভিক্টোরিয়ান্স আটকে রাখতে পেরেছে অধিনায়কের বোলিংয়েই।
১৪২’র টার্গেট পাড়ি দিতে এসে যার উপর ছিল স্পটলাইট, সেই আহমেদ শেহজাদ ইনিংসের ৫ম বলে লং অনে ক্যাচ দিয়ে এসেও চাপের মুখে পড়েনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এক এন্ড আগলে রেখে ব্যাটিংয়ের দায়িত্বটা নিয়েছিলেন স্যামুয়েলস। দ্বিতীয় উইকেট জুটিতে ইমরুল কায়েসকে নিয়ে ৪৯ রানের পার্টনারশিপে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে দেখিয়েছেন জয়ের স্বপ্ন। সøগে চাপ মুক্ত ব্যাটিংয়ের সুযোগটা তৈরি করে দিয়েছেন মাশরাফি। রিয়াদকে এক ওভারে লং অন এবং মিড উইকেট, হাওয়েলকে মিড উইকেটের উপর দিয়ে গ্যালারিতে বল আছড়ে ফেলে সহজ জয়ের পথটা সুগম করেছেন অধিনায়ক মাশরাফি (১১ বলে ৩ ছক্কায় ২০ রান)। শেষ ৩০ বলে ৪২ রানের টার্গেট কঠিন হতে দেননি স্যামুয়েলসÑ লিটন। ২২ বলে ৪২ রানের অবিচ্ছিন্ন এই পার্টনারশিপে ৮ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে গেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যার মধ্যে ১৬তম ওভারে শফিউলকে তিন তিনটি বাউন্ডারিতে লিটন অবশেষে ফিরেছেন ছন্দে (১১বলে ২৪)।  বিপিএলের শেষ দিকে এসে ২০১২ এবং ২০১৬ টি-২০ বিশ্বকাপ ট্রফি জয়ী ওয়েস্ট ইন্ডিজ হিরো স্যামুয়েলস ফিরে পেয়েছেন ছন্দ। সর্বশেষ ৪ ইনিংসের তিনটিতেই করেছেন ফিফটি। ৫৭ বলে ৮ বাউন্ডারিতে ৬৯ রানের হার না মানা ইনিংসে প্রকৃতই ভিক্টোরিয়ান্স এই ক্যারিবিয়ান। তামীম, মুশফিকুর, রিয়াদ, মেহেদী মারুফের পর চলমান আসরে ৩শ’ রান পূর্ণ করেছেন স্যামুয়েলস এদিন। তবে কুমিল্লার টানা ৩য় জয়ের ম্যাচে টানা ৩য় হার দেখল খুলনা টাইটান্স। মুশফিকুরের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বিপিএলে হাজার রান পূর্ন করার দিনে খুলনার হয়ে সর্বোচ্চ ৪০ রানে (৩৮ বলে ৪ বাউন্ডারি) যে থেকে গেল আফসোস। সুবিধাজনক অবস্থান থেকে এক পা এক পা করে পিছিয়ে যে পড়ছে তার দল। ১১ ম্যাচে ৫ম হারে প্লে অফের পরীক্ষায় শেষ ম্যাচে পড়তে হচ্ছে তাকে।



 

Show all comments
  • মারুফ ৩ ডিসেম্বর, ২০১৬, ১:২২ এএম says : 0
    দেখা কি হয়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিপিএল

২৭ জানুয়ারি, ২০২৩
২৩ ফেব্রুয়ারি, ২০২২
২০ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ