বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জামালপুরের সরিষাবাড়ীতে আন্তঃজেলা শিশু পাচারচক্রের সক্রিয় দুই সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার ভুরারবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন পৌরসভার ভুরারবাড়ী গ্রামের মৃত আব্দুল জব্বার গেন্দার ছেলে সোনা মন্ডল ওরফে চেনা (৪৫) ও হাফিজুর রহমানের স্ত্রী ফজিলা বেগম (৪০)। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ভুরারবাড়ী গ্রামের শরিফ আহমেদের স্ত্রী রাজিয়া বেগম তার ১৩ মাসের শিশু সন্তান রহমতুল্লাহহকে নিয়ে বাড়ির উঠানে হাঁটা-চলা করছিল। এসময় পাশের বাড়ির শিশু চুরির চক্রের সদস্য সোনা মন্ডল শিশুটিকে বাবার কাছে নিয়ে যাবার কথা বলে কোলে নেয়। পরে সে শিশুকে তার বাবা কাছে না নিয়ে পার্শ্ববর্তী মাদারগঞ্জ উপজেলার কররা পাটাদহ গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী ফজিলা বেগমের কাছে ১৫ হাজার টাকায় বিক্রি করে দেয় সোনা মন্ডল। এদিকে শিশুটিকে কোথায় না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকে। খোঁজাখুজির এক পর্যায়ে তার সন্ধান পেলে গ্রামবাসী তাদের দুইজনকে আটক করে থানায় খবর দেয়। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, শিশু সন্তান চুরির অপরাধে নারীসহ দুইজনকে আটক করা হয়েছে। শিশুটির বাবা শরিফ আহমেদ বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে শুক্রবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।