Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গেইলে অনুপ্রাণিত ভাইকিংস

| প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : চট্টগ্রাম পর্বে ছন্দপতন, খুলনা টাইটান্স এবং রাজশাহী কিংসের কাছে হারটাই যেনো তাঁতিয়ে দিয়েছে ঢাকা ডায়নামাইটসকে। ওই দুই ম্যাচে হারের ধকল কাটিয়ে উঠে রাজধানীতে এসে ছন্দ ফিরে পেয়েছে ঢাকা ডায়নামাইটস। টানা তিন জয়ে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে উঠে এখন শীর্ষে থেকেই কোয়ালিফাইয়ারে খেলার স্বপ্ন দেখছে ঢাকা ডায়নামাইটস। অন্যদিকে প্রথম ৫ ম্যাচে চার চারটি হারে বিপর্যন্ত চিটাগাং ভাইকিংস প্রাণ ফিরে পেয়েছে চট্টগ্রামে। নিজেদের হোম গ্রাউন্ডে টানা তিন জয়ে ছন্দ ফিরে পাওয়া দলটি সর্বশেষ ৫ জয়ে এখন ঢাকাকে প্রায় ছুঁয়ে ফেলেছে। আজ দু’দলের লড়াইকে অনেকে আসরের প্রাক ফাইনাল বলে করছেন গণ্য। শীর্ষস্থানের লড়াইয়ে আজ ঢাকা ডায়নামাইটসের লক্ষ্য যেখানে পয়েন্ট তালিকায় থাকা শীর্ষস্থান অক্ষুণœ রাখার, সেখানে চিটাগাং ভাইকিংসের লক্ষ্য চট্টগ্রামে ১৯ রানে হারের বদলা নেয়া।
দারুণ ছন্দে আছেন চিটাগাং ভাইকিংস ওপেনার অধিনায়ক তামীম, ৩৫১ রানে বিপিএলের চলমান আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। অল রাউন্ড পারফরমেন্সে (২১৩ রান ও ১৭ উইকেট) আসরের মোস্ট ভেল্যুয়েবল প্লেয়ারের দাবিটা জোরালো করেছেন দলটির আফগান রিক্রুট মোহাম্মদ নবী। দারুণ ফর্মে আছেন পেস বোলার তাসকিন (১৫ উইকেট)। টানা ৫ জয়ে টুর্নামেন্টে সেরার লড়াইয়ে ফেরা চিটাগাং ভাইকিংসের লক্ষ্য আজ পরিকল্পিত ক্রিকেট। সে লক্ষ্যের কথাই জানিয়েছেন দলটির ক্রিকেটার জহুরুল ইসলাম অমিÑ ‘আমরা খুব ভালো ছন্দে আছি। শেষ পাঁচটা ম্যাচই টানা জিতেছি। টিম কম্বিনেশনও খ্বুই ভালো। বোলিং বিভাগ ভালো করছে, ফিল্ডিংও ভালো হচ্ছে। আমাদের ব্যাটিং লাইন তো বরাবরই ভালো ছিলো। সব মিলিয়ে একটা কম্বাাইন্ড দল হয়েছে। সর্বশেষ ম্যাচগুলো যেভাবে খেলছি, সেভাবে যেনো পরিকল্পনা মতো পরবর্তী ম্যাচও খেলতে পারি। ’
চাপের মধ্যে থেকে বেশ কিছু ম্যাচ বের করে আনার অতীত ঢাকার বিপক্ষে ম্যাচে আত্মবিশ্বাসী করে তুলবে বলে মনে করছেন অমিÑ ‘বলা যায় ঢাকা টুর্নামেন্টের ফেবারিট একটা দল। এর আগে ঢাকার বিপক্ষে আমরা যে ম্যাচটা খেলেছি তখন আমাদের দলটা খুব একটা ভালো অবস্থায় ছিলো না। কিন্তু এখন আমরা যে মোমেন্টাম পার করছি, শেষ পাঁচটা ম্যাচ জিতেছি। পরবর্তী ম্যাচে ঢাকার সাথে আমরা খুব ভালোভাবেই রিকভারি করবো, এ আশা করছি।’
ম্যাচ প্রতি ৪৫ হাজার মার্কিন ডলারে এনে গেইলের সার্ভিস তেমন একটা পায়নি চিটাগাং ভাইকিংস। ২ ম্যাচে রানের সমষ্টি এই টি-২০ বিশ্ব সেনসেশনের ৫৯। তবে ক্রিস গেইল দলে থাকা অন্যদের জন্য বাড়তি অনুপ্রেরণার, তা মনে করছেন জহুরুল ইসলাম অমিÑ ‘ওর মতো ক্রিকেটার দলে থাকা আমাদের জন্য প্লাস পয়েন্ট। আবার আমাদের দলে শোয়েব মালিক, নবী ভাই, ডুয়াইন স্মিথও আছে। তারা টি-২০ ক্রিকেটে অনেক বড় বড় নাম। এই ধরনের খেলোয়াড় দলে আসা মানে বাকি ক্রিকেটারদের বাড়তি একটা আত্মবিশ্বাস দিবে, এটাই স্বাভাবিক। তাই গেইল যদি রান নাও করে, বাকি খেলোয়াড়রা একটু রিল্যাক্সড থাকে। ড্রেসিংরুম শেয়ার করা ওর সাথে বা ওর সাথে খেলা আলাদা অনুভূতি। ও যখন ব্যাটিংয়ে নামে এটা অন্য খেলোয়াড়কে বুস্ট আপ করে। ওর মতো খেলোয়াড় খেলা মানে বাড়তি একটা সুবিধা পাবেনই সব সময়।’
হয়ে যাওয়া ১০ ম্যাচে বলার মতো পারফর্ম করতে পারেননি জহুরুল ইসলাম অমি। ৯ ইনিংসে সর্বসাকূল্যে ১৩১ রান তার। তবে নিজের এই পারফরমেন্স হতাশ নন অমিÑ ‘আমাদের দলে টপ অর্ডার ব্যাটসম্যান অনেক বেশি। আমিও একজন টপ অর্ডার ব্যাটসম্যান। বিপিএলে আমি যে দলে আছি আমি আমার পজিশনে খেলে এমন পাঁচ-ছয়জন ব্যাটসম্যান আছে। তাই আমাকে একটু নিচে খেলতে হয়। মাঝে মাঝে উপরেও সুযোগ পেয়েছি। টিম ভালো করলে নিজের পারফরমান্সটা খুব একটা ভূমিকা রাখে না। আশা করবো দল জিতবে। নিজের পারফরম্যান্সটা দলের যখন যেমন দরকার হয় সেটুকু করতে পারলে খুশি হবো।’
ছক্কার গর্জন দিয়ে গেইল শো দেখেনি দর্শক। তবে উইন্ডিজ ইভিন লুইস এসেই দিয়েছেন আগমনী বার্তা। টুয়েন্টি-২০ ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারী ডুয়াইন ব্রাভোর পাশে এই ভার্সনের ক্রিকেটে সেরা অল রাউন্ডার আন্দ্রে রাসেল, সঙ্গে যুক্ত হয়েছেন ইভিন লুইস। ইনজুরিতে পড়ে দলটি হারিয়েছে পেস বোলার শহীদকে (১৫ উইকেট)। তবে তার অনুপস্থিতিতেও দলটির শক্তি সমীহ করার মতো। ওপেনিংয়ে ধারাবাহিক মেহেদী মারুফ (৩০৭ রান), মোসাদ্দেকের (২৬২ রান) পাশে দেশ সেরা অল রাউন্ডার সাকিব (১৮৫ রানও ৯ উইকেট) এবং নাসির হোসেন (১৪৫ রানও ৪ উইকেট)Ñঢাকা ডায়নামইটস যে আকাশের তারা! ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে থাকা ঢাকা ডায়নামাইটসের টার্গেট একটাই, শীর্ষে থেকে প্রথম পর্ব শেষ করা। ওপেনার মেহেদী মারুফ সে লক্ষ্যের কথাই জানিয়েছেনÑ ‘এখানে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। সব ম্যাচেই ফলাফল বদলে যাচ্ছে। আমরা এখন শীর্ষে আছি তবে আরও দুটি ম্যাচ আছে। আমাদের লক্ষ্য হচ্ছে এক নম্বরে থেকে পরের রাউন্ডে যাওয়া। যাতে আমরা সর্বোচ্চ সুযোগ পাই ফাইনাল খেলতে। কারণ এক দুইয়ে থাকতে পারলে একটা সুযোগ বেশি থাকে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিপিএল

২৭ জানুয়ারি, ২০২৩
২৩ ফেব্রুয়ারি, ২০২২
২০ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ