Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেন থেকে প্রথম শস্যবাহী জাহাজ পৌঁছলো ইস্তাম্বুলে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২২, ৩:২৯ পিএম

ইউক্রেনে রাশিয়ার অভিযানের পর এই প্রথম ইউক্রেন থেকে শস্যের কোনো জাহাজ ইস্তাম্বুলে ভিড়েছে। তুরস্ক এবং জাতিসঙ্ঘের মধ্যস্থতায় করা চুক্তির ফলে রোববার গম বহনকারী জাহাজটি কৃষ্ণ সাগর হয়ে রাজধানীতে ভিড়ে। যৌথ সমন্বয় কেন্দ্রের একটি বিবৃতি এই কথা বলা হয়েছে।

গত শুক্রবার জাহাজটি ইউক্রেনের চোরনোমরস্ক বন্দর থেকে যাত্রা করে। সোরমোভস্কি নামক জাহাজটি তিন হাজার ৫০ মেট্রিক টন গম নিয়ে ইস্তাম্বুল বন্দরে নোঙর ফেলে।
রয়টার্সের ফুটেজে দেখা গেছে, জাহাজটি বসফোরাস প্রণালী অতিক্রম করছে এবং পরিদর্শনের জন্য ঘাটে অপেক্ষা করছে।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া আক্রমণ চালানোর আগে ইউক্রেন বিশ্বের এক তৃতীয়াংশ গম রফতানি করতো। যুদ্ধের কারণে পাঁচ মাস সব কার্যক্রম বন্ধ ছিল। কৃষ্ণ সাগর বন্দরগুলো থেকে শস্য রফতানি পুনরায় শুরু করার অনুমতি দেয়ার জন্য রাশিয়ার সাথে চুক্তির পর দুই সপ্তাহে মোট ১৮টি জাহাজ ইউক্রেন থেকে ছেড়ে গেছে। গমের প্রথম জাহাজটি ভিড়ে ইস্তাম্বুলে। সূত্র : ডেইলি সাবাহ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ