মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনার প্রলয় জাগানো ঢেউ, ব্যাপক মুদ্রাস্ফীতি, বেকারত্ব প্রভৃতি কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তায় খানিকটা ভাটা পড়েছে, তবে দেশটির জনগণের কাছে এখনও তার গ্রহণযোগ্যতা অন্যান্য রাজনৈতিক নেতার চেয়ে অনেক বেশি।
ভারতের বিখ্যাত সাময়িকী ইন্ডিয়া টুডে ভারতের সাধারণ জনগণের মধ্যে দেশটির জাতীয় রাজনীতির নেতাদের জনপ্রিয়তার ওপর একটি জরিপ চালিয়েছিল। শুক্রবার সেই জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে।
সেখানে দেখা গেছে, ভারতের ৫৩ শতাংশ প্রাপ্তবয়স্ক জনগণ এখনও দেশের প্রধানমন্ত্রীর পদে নরেন্দ্র মোদিকেই দেখতে চান। ৯ শতাংশ কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে এ পদে সবচেয়ে যোগ্য মনে করেন এবং আম আদমি পার্টির শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়ালকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ৭ শতাংশ ভারতীয়।
‘মুড অব দ্য নেশন’ নামের এই জরিপটি পরিচালিত হয় ফেব্রুয়ারি থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত। দেশজুড়ে প্রায় ১ লাখ ২২ হাজার ১৬ জন প্রাপ্তবয়স্ক ভারতীয় জরিপটিতে অংশ নেন।
এর আগে চলতি বছরের ২৩ জানুয়ারি এ বিষয়ক একটি জরিপের ফলাফল প্রকাশ করছিল যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল ট্র্যাকার মর্নিং কনসাল্ট। সেই ফলাফল বিশ্লেষণ করে দেখা গিয়েছিল, ভারতের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৭১ শতাংশই দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে দেখতে চান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।