মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (সোমবার) জানায়, ইউক্রেনকে এক বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অতিরিক্ত নিরাপত্তার সাহায্য দেবে যুক্তরাষ্ট্র। যা এখন পর্যন্ত ইউক্রেনকে দেয়া যুক্তরাষ্ট্রের বৃহত্তম একতরফার নিরাপত্তা সহযোগিতা।
এদিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী নিরাপত্তা সহায়তার এই দফার মধ্যে রয়েছে- এর আগে ইউক্রেনকে দেয়া মার্কিন উচ্চ গতিশীল একাধিক রকেট ব্যবস্থা এবং জাতীয় উন্নত সারফেস-টু-এয়ার মিসাইল ব্যবস্থার গোলাবারুদ, কয়েকশ’ এটি-৪ অ্যান্টি-ট্যাঙ্ক বাজুকা এবং ৫০টি সাঁজোয়া মেডিকেল অ্যাম্বুলেন্স প্রভৃতি।
বিবৃতিতে বলা হয়, গত বছরের অগাস্ট মাসের পর মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ১৮তম দফায় প্রেসিডেন্টের প্রশাসনিক ক্ষমতার মাধ্যমে সারাসরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্টক থেকে ইউক্রেনকে অস্ত্র দেন। যা বৃহত্তম সহায়তাও বটে।
বাইডেন সরকার ক্ষমতাসীন হওয়ার পর ইউক্রেনকে দেওয়া মার্কিন নিরাপত্তা সহায়তার পরিমাণ প্রায় ৯.৮ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।