Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সোনারগাঁয়ে টিএইচওর সাথে ইন্টার্ন চিকিৎসকদের হাতাহাতি

| প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সোনারগাঁ  উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (টিএইচও) ডা: তানভীর আহম্মেদ চৌধুরীর সাথে ইন্টার্ন চিকিৎসকদের সাথে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। গতকাল বুধবার সকাল ১১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচওর কক্ষে এ ঘটনা ঘটে। বাগি¦ত-ার কথা ডা: তানভীর আহম্মেদ চৌধুরী স্বীকার করলেও হাতাহাতি ও ধস্তাধস্তির কথা অস্বীকার করে বলেন, বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ১৬ নভেম্বর থেকে ১৪ দিনের প্রসূতি (গাইনি) সেবা দেয়ার জন্য ডা: জাহিদুল  ইসলাম আজাদ, ডা: সামিয়া রাফি, ডা: কমল প্রমাদ ম-ল, ডা: রাফিসিন ইসলাম বাঁধন, ডা: আবুল কালাম আজাদ, ডা: সুজিদ ঘোষ মিঠু, ডা: রোকনুজ্জামান রুবেল, সৈয়দ আসিফ ইসলাম ও ডা: ইসরাত জাহান রিয়া ইন্টার্নি করার জন্য আসেন। এ ৯ জন ইন্টার্ন চিকিৎসক প্রথম দিন আসার পর থেকে এ স্বাস্থ্য কমপ্লেক্সে অনুপস্থিত রয়েছেন। দীর্ঘ ১৩ দিন অনুপস্থিত থাকার পর শেষ দিন গতকাল বুধবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ইন্টার্নির সার্টিফিকেট দেয়ার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (টিএইচও) ডা: তানভীর আহম্মেদ চৌধুরীর কক্ষে গিয়ে চাপ প্রয়োগ করেন। এ সময় তাদের অনুপস্থিতির কথা জানতে চাইলে ওই চিকিৎসকরা তানভীর আহম্মেদ চৌধুরীর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু করে। পরে সোনারগাঁ থানার ওসি তদন্ত এসএম ওবায়েদুল রহমান ও অন্য চিকিৎসকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোনারগাঁয়ে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ