Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সোনারগাঁয়ে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

সোনারগাঁ(নারায়ণগঞ্জ)সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৮, ৫:১৬ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ ও গজারিয়া উপজেলায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর রাত থেকে এ যানজটের সৃষ্টি হয়। যানজট আর তীব্র গরমে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

এদিকে যানজটের কবলে পড়া গাড়ীর চালকরা জানান, মেঘনা সেতুতে ওজন স্কেল ও টোল আদায়ে ধরি গতির কারণে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার প্রতিনিয়ত তাদের যানজটে পড়তে হয়। যানজটের কারণে মহাসড়কে প্রায়ই ডাকাতি ও ছিনতাইয়ের মতো অনাকাক্ষিত ঘটনাও শিকার হতে হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি কায়ুম আলী সরকার জানান, গজারিয়া উপজেলার জামালদি বাসষ্ট্যান্ড এলাকায় গতকাল ভোর রাতে মেঘনা সেতুতে উঠার সময় সেতু মুখে একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে যায়। এতে জামালদি বাসষ্ট্যান্ড থেকে ভবেরচর বাসষ্ট্যান্ড পর্যন্ত আবার মেঘনা টোলপ্লাজা থেকে লাঙ্গলবন্দ বাসষ্ট্যান্ড পর্যন্ত কয়েক শত গাড়ী আটকা পড়ে কয়েক কিলোমিটার যানজেটের সৃষ্টি হয়। এ দিকে যানজট পেরিয়ে সেতুর মুখ থেকে বিকল বাসটি সরাতে যাওয়া পুলিশের র‌্যাকারটিকে হিমশিম খেতে হয়েছে বাসটি সরিয়ে আনতে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিকল হওয়া বাসটি ওখান থেকে সরিয়ে নিয়ে আসলে দুপুরের পর যানজট কিছুটা নিয়ন্ত্রণে আসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোনারগাঁয়ে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ