Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সোনারগাঁয়ে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দৌলরদী গ্রামে গত সোমবার বিকেলে পানিতে ডুবে তিনজন শিশুর মৃত্যু হয়েছে। নিহত তিন শিশুর লাশ এক নজর দেখার জন্য শতশত নারী পুরুষ নদীর পারে ভীড় জমায়। জানা যায়, উপজেলার সনমান্দী ইউনিয়নের কুমারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী ও দৌলরদী গ্রামের জালালউদ্দিনের মেয়ে সাবিকুন নাহার (৮) পাশ্ববর্তী ব্রক্ষ¥পুত্র নদীতে সোমবার বিকেলে গোসল করতে যায়। এ সময় সে পানিতে তলিয়ে গেলে তার সহপাঠী একই স্কুলের প্রথম শ্রেনীর ছাত্রী ও একই গ্রামের আবদুল হাইয়ের মেয়ে মিথিলা আক্তার (৬) ও মোজাম্মেলের ছেলে নিরব হোসেন (৭) তাকে উদ্ধার করতে গিয়ে তারাও পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুজির পর সন্ধ্যার দিকে নদীতে গিয়ে তাদের লাশ ভেসে উঠতে দেখতে পায় এলাকাবাসীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোনারগাঁয়ে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ