Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় রক্সি পেইন্টের ম্যানেজার খুনের অভিযোগে আটক ২

পাওনা টাকায় হল কাল

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার, | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২২, ৪:৩৪ পিএম

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রক্সি পেইন্ট এর আঞ্চলিক ম্যানেজার লোকমান হোসেনকে হত্যা করা হয়।

হত্যাকান্ডের সাথে ভেড়ামারা উপজেলার দর্পন হার্ডওয়্যারের মালিক দর্পন আলী ও তার ছেলে সোহানুর রহমান সোহান ও আব্দুল আউয়াল র‌্যাভেনসহ কয়েকজন জড়িত বলে জানিয়েছে র‌্যাব। এ ঘটনায় ঢাকার সাভার থেকে দর্পন আলী ও ছেলে সোহানুর রহমান সোহানকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার সকালে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) ক্রাইম প্রিভেনশন কেম্পানী-১ কুষ্টিয়া কার্যালয়ে এক প্রেস বিফ্রিং এ এসব তথ্য জানান কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।

ইলিয়াস খান সাংবাদিকদের জানান, ‘গত ২ আগষ্ট লোকমান হোসেন পাওনা টাকা আদায়ের জন্য ভোড়ামারার দর্পন হার্ডওয়্যারে যান। ওই দোকানের মালিক এর আগে ছেলে আব্দুল আউয়াল র‌্যাভেনের কাছে রক্সি পেইন্টের পাওনা টাকা দিয়েও রেখেছিলেন। র‌্যাভেন ওই টাকা আত্মসাত করার উদ্দেশ্যে লোকমান হোসেনকে হত্যার পরিকল্পনা করে। সেই পরিকল্পনা অনুযায়ী ম্যানেজার লোকমান হোসেনকে র‌্যাভেনের ছোট ভাই সোহান তাদের গুদামে নিয়ে যায়।

সেখানে আগে থেকেই ছিলেন কাচারীপাড়া এলাকার সেরেগুল ইসলামের ছেলে প্রান্ত ইসলাম সাব্বির (২১), তাহাজ আলীর ছেলে শুভ (২৩)। সোহান এই দুজনকে সাথে নিয়ে লোকমানকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে।

ঘটনার পর দিন সোহান বিষয়টি বাবা দর্পন আলী জানাল তিনি লাশটি গুম করে ফেলতে বলেন। পরে গভীর রাতে র‌্যাভানের বন্ধু জীবন ও দর্পন হার্ডওয়ারের কর্মচারী তুহিন লাশটি ভেড়ামারা পাইলট হাইস্কুলের পাশের গলিতে ফেলে রাখে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ