Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চৌগাছায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫ শ্রমিক আটক

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২২, ৭:০৬ পিএম

যশোরের চৌগাছায় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ৫ শ্রমিকের ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এ সময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত যশোর ড- ১১-১১৬৮ নম্বর একটি ড্রাম ট্রাকসহ বালু উত্তোলনের যন্ত্রপাতি জব্দ করা হয়। বৃহস্পতিবার (৪ আগষ্ট) দুপুরে উপজেলার জগদিশপুর গ্রামে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস।

বৃহ¯পতিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস জগদীশপুর এলাকায় অভিযান চালিয়ে একটি ড্রাম ট্রাক, ৭টি ব্যালচা, ১টি কুদাল, ১টি দা, ২টি খাট ও ১ টি টিন সেটের ঘর জব্দ করেন। চৌগাছা থানা পুলিশের সদস্যরা উপস্থিতছিলেন।
এ সময় পাতিবিলা গ্রামের শাহাদুল ইসলামের ছেলে শাহাজাহান আলী (৩৫), একই গ্রামের আলেক হোসেনের ছেলে আজিম হোসেন (২৩), মৃত মাহাতাব আলীর ছেলে শাহালম (৩৫), সলেমান হুসাইনেরছেলে তরিকুল ইসলাম (৪১) ও যশোর সদর উপজেলার জগহাটি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রুবেলহোসেন (৩০) নামের পাঁচজনকে আটক করেন।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস অবৈধভাবে বালু উত্তোলনের জন্য বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর ১৫ ধারা লঙ্ঘনের দায়ে তাদেরকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, আটককৃতদের বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ট্রাকসহ জব্দকৃত মালামাল থানা হেফাজতে রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ