Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেরা দুইয়ে লক্ষ্য ঢাকা ডায়নামাইটসের

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : চট্টগ্রাম পর্বে শেষ ২টি ম্যাচ হেরে কি দুশ্চিন্তাই না বাসা বেঁধেছিল ঢাকা ডায়নামাইটসের। তারকা-সর্বস্ব দলটি রাজধানীতে ফিরেছে ফর্মে। সর্বশেষ ২ ম্যাচ জিতে উঠে এসেছে পয়েন্ট তালিকার শীর্ষে। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দলটি আজ অবতীর্ণ হচ্ছে ফিক্সিংয়ের অভিযোগে তছনছ হয়ে যাওয়া রংপুর রাইডার্সের। প্রথম ৬ রাউন্ড শেষে পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে টানা ৩ ম্যাচ হেরে রংপুর রাইডার্স এখন প্লে অফে খেলার সম্ভাবনা নিয়েই আছে দুশ্চিন্তায়। তার উপর গত পরশু সাব্বিরের সঙ্গে ২ দফায় অক্রিকেটীয় আচরণ এবং ব্যাট দিয়ে সাব্বিরকে আঘাতের দায়ে দলটির আফগান ওপেনার শাহাজাদ ২ ম্যাচ বহিষ্কৃত হওয়ায় অশনি সংকেত দেখছে রংপুর রাইডার্স। এমন এক ম্যাচকে সামনে রেখে ২ ক্যারিবিয়ান ইভিন লুইস, রন্সফোর্ড বিটনকে দলে যুক্ত করে শক্তিটা আরো বাড়িয়ে নিয়েছে সাকিবের ঢাকা ডায়নামাইটস। ইনজুরি কাটিয়ে ফিরেছেন ক্যারিবিয়ান অল রাউন্ডার আন্দ্রে রাসেল, দলটির সঙ্গে আছেন টুয়েন্টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট শিকারী ডুয়াইন ব্রাভো। চার চারজন ক্যারিবিয়ানকে নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকাই চোখ ঢাকা ডায়নামাইটসের। রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে গতকাল সেই লক্ষ্যের কথাই শুনিয়েছেন ঢাকা ডায়নামাইটসের অল রাউন্ডার নাসিরÑ ‘মুড তো অবশ্যই ভালো। যেহেতু আমরা এক নম্বরে আছি, তিনটা ম্যাচ আছে, এই তিনটা ম্যাচ জিতে এক-দুইয়ের মধ্যে থাকতে চাই।’
আন্দ্রে রাসেল ফেরায় টিম কম্বিনেশন নিয়ে সমস্যায় পড়তে হবে, তা অবশ্য মনে করছেন না নাসিরÑ ‘একাদশ নিয়ে আমার চিন্তা করার কিছু নাই। আমার কাজ হচ্ছে প্লেয়ার হিসেবে খেল। টিম ম্যানেজম্যান্ট যা ভালো মনে করবে তা তারা করবে।’ শহীদের ইনজুরি ভাবাচ্ছে নাসিরকেÑ ‘শহীদ ভালো একটা ফর্ম ছিল । ইনজুরির কারণে ও খেলতে পারছে না। তবে আন্দ্রে রাসেল এসেছে। খেলার মতো ফিট আছে রাসেল।’
বিপিএলে টপ অর্ডারে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরছেন, তাতে স্বস্তি পাচ্ছেন বলে জানিয়েছেন নাসিরÑ ‘বিপিএলে আমার জন্য ভালো লাগছে তিন চারে ব্যাটিং করতে। টপঅর্ডারে ব্যাটিং খুব উপভোগ করছি।’
এদিকে বহু মালিকের দল বলে খ্যাত রংপুর রাইডার্সের সুখের ঘরে এখন জ্বলছে আগুন। টিম ম্যানেজার সানোয়ারের অনৈতিক প্রস্তাব ক্রিকেটার জপিটার ফাঁস করে দেয়ায় এলোমেলো হয়ে গেছে দলটি। তার উপর দলটির ব্যাটিং নির্ভরতা আফগান ওপেনার শাহজাদকে গুরুত্বপূর্ণ ২ ম্যাচে পাচ্ছে না দলটি। শাহাজাদের অনুপস্থিতি নিয়েই যতো সব দূর্ভাবনা রংপুর রাইডার্স অধিনায়ক নাইম ইসলামেরÑ ‘শাহজাদ খুব ভালো ব্যাটসম্যান। ও খেললে আমাদের দলের শক্তি এবং সামর্থ্য আরও বাড়তো। নিষিদ্ধ হয়ে গেছে, তাই করার তো কিছু নেই। ওকে ছাড়াই খেলতে হবে। আমাদের বিদেশি ব্যাকআপ খেলোয়াড় আছে। আশা করছি তারাও ভালো খেলবে।’
আই স্পোর্টসের কাছ থেকে মালিকানা কিনে শুরু থেকেই বিতর্কের জন্ম দিয়েছে রংপুর রাইডার্স। প্রথম কিস্তির টাকা আদায় করতে সৌম্য,নাইমদের ধর্না দিতে হয়েছে বিসিবিতে। আফ্রিদিকে পেয়ে ফুরফুরে দলটির ম্যানেজারের বিপক্ষে সম্প্রতি ফিক্সিংয়ের প্রস্তাবের মতো গুরুতর অভিযোগ ওঠার পরও নাকি দলটি একটা সুখি পরিবার, এমনটাই জানিয়েছেন অধিনায়ক নাইমÑ ‘মাঠের বাইরে আমরা খুবই সুখী পরিবার। আমাদের মালিকপক্ষ আমাদের সঙ্গে খুবই ভালোভাবে মেশে। টিম ম্যানেজমেন্ট খুব বন্ধুত্বপূর্ণ আচরণ করে।’

সংক্ষিপ্ত স্কোর
বরিশাল-কুমিল্লা
বরিশাল বুলস : ১৪২/৮ (২০ ওভার) মুনাবীরা ৭, মালান ৯, মেন্ডিস ২৮, মুশফিক ২৯, শাহরিয়ার ১১, নাদিফ ০, এনামুল ২০*, রুম্মান ৪, তাইজুল ১৪, রনি ১৬*; মাশরাফি ০/১৭, শাহাদাত ১/২২, রশিদ ২/২১, সাইফুদ্দিন ১/৪৭, নাবিল ৩/১৭।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১৪৫/২ (১৯ ওভার) ইমরুল ৪৬, শেহজাদ ৬১, স্যামুয়েলস ২৭*, লতিফ ৭*; রুম্মান ১/৩৮, মালান ১/৮।
ফল : কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৮ উইকেট জয়ী।
ম্যাচ সেরা : নাবিল সামাদ (কুমিল্লা)।
খুলনা-চিটাগাং
খুলনা টাইটান্স : ১৩১/৮ (২০ ওভার) ওয়েসেলস ২০, তাইবুর ১, কাপালী ৩, শুভাগত ২, মাহমুদুল্লাহ ৪২, আরিফুল ১৮, পুরান ১৮, কুপার ১৫, মোশাররফ ১*, জুনাইদ ০*; নবি ১/২৬, শুভাশীষ ১/৩২, সাকলাইন ১/২৩, ইমরান ২/১৬, তাসকিন ২/২৮।
চিটাগাং ভাইকিংস : ১৩৫/৫ (১৮.৪ ওভার) তামীম ৬৬, গেইল ১৯, জহুরুল ২২, নবি ১৭*; শুভাগত ১/৭, মোশাররফ ১/২৫)।
ফল : চিটাগাং ভাইকিংস ৫ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : তামীম ইকবাল (চিটাগাং)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিপিএল

২৭ জানুয়ারি, ২০২৩
২৩ ফেব্রুয়ারি, ২০২২
২০ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ