Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সানোয়ার-জুপিটারকে বরখাস্ত করেছে বিসিবি!

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : এর আগেও জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেনের বিপক্ষে উঠেছিল অভিযোগ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০’র দ্বিতীয় আসরে স্পট ফিক্সিংয়ের অভিযোগ প্রমানিত হওয়ায় ঢাকা গøাডিয়েটর্সের ক্রিকেটার আশরাফুল এবং দলটির মালিক সেলিম চৌধুরী এবং তার ছেলে সিহাব চৌধুরী হয়েছেন, সেই ঘটনায় ঢাকা গøাডিয়েটর্সের টিম ম্যানেজার সানোয়ার হোসেনের সম্পৃক্ততার অভিযোগ উঠিয়েছিলেন দলটির কোচিং স্টাফের একজন। টিম ম্যানেজার বলে ক্রিকেটারের হাতে সম্মানী এবং ভাতা তুলে দেয়ার দায়িত্ব অর্পিত হওয়ায় অনৈতিক প্রস্তাব তার পক্ষ থেকে দেয়া হতো বলেও মিডিয়ায় অভিযোগ করেছিলেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠিত ট্র্যাইবুন্যালে সে অভিযোগ হয়নি প্রমানিত। এবার একই ধরনের অভিযোগ উঠেছে রংপুর রাইডার্সের টিম ম্যানেজার সেই সানোয়ারের বিপক্ষে। বিপিএলের চলমান আসরের শুরুতেই টিম ম্যানেজারের পক্ষ থেকে স্পট ফিক্সিংয়ের অনৈতিক প্রস্তাব দেয়া হয়েছে। দলটির ক্রিকেটার জুপিটার ঘোষ এই অভিযোগ জানাজানি হওয়ায় টিম ম্যানেজার সানোয়ারের বিপক্ষে ব্যবস্থা গ্রহণ না করে জুপিটার ঘোষের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে গত পরশু রংপুর রাইডার্সের সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন! এতেই ক্ষীপ্ত হয়ে সানোয়ারের বিপক্ষে স্পট ফিক্সিংয়ের মতো অনৈতিক প্রস্তাবের অভিযোগ তুলেছেন জুপিটার ঘোষ!
জুপিটার ঘোষের এই অভিযোগ অস্বীকার করেছেন রংপুর রাইডার্স ম্যানেজার সানোয়ার হোসেনÑ ‘বিপিএল শুরু হয়েছে ৯ তারিখে, কিন্তু বিপিএল শুরুর আগে ও শৃঙ্খলা ভঙের অভিযোগে বহিস্কৃত হয়েছে ৫ তারিখে। এতোদিন পর এই অভিযোগ সম্পূর্ন ভিত্তিহীন। টিম ডিসিপ্লিন ভেঙেছে জুপিটার। রাত ১২টার মধ্যে টিম হোটেলে ফেরার নির্দেশ থাকলেও রাত ১টায় হোটেলে ফিরেছে সে। টিম হোটেল রুমে অতিথি নিষিদ্ধ, অথচ সে রাতে নারী অতিথি নিয়ে ঢুকেছে।’
ঘটনাটি বিসিবি’র এন্টি করাপশন ইউনিটের নজরে এনেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। রংপুর রাইডার্সের ম্যানেজার সানোয়ার হোসেন ও দলটির ক্রিকেটার জুপিটার ঘোষের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগের তদন্ত শুরু করেছে বিসিবি’র এন্টি করাপশন ইউনিট। একটি অনলাইনকে দেয়া সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ডা. আই এইচ মল্লিক। ড্রেসিংরুম এবং ডাগ আউটে এই দুইজনকে নিষিদ্ধ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল, এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনিÑ ‘আমরা বিষয়টিকে সহজভাবে নিচ্ছি না। কারণ এর আগেও সানোয়ারের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল। আপাতত: দুইজনকেই ড্রেসিংরুম ও ডাগআউট ব্যবহারে নিষিদ্ধ করেছি। আর ইতোমধ্যেই এ অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কাজ শুরু করে দিয়েছি আমরা। আকসু বিষয়টি অনেক গুরুত্বের সঙ্গেই নিয়েছে।’ দু’জনকেই আকসুর জেরার মুখে পড়তে হচ্ছে।
দলটি গত ৫ নভেম্বর জুপিটার ঘোষকে নিষিদ্ধ করায় এমনিতেই দলের সঙ্গে ড্রেসিং রুম এবং ডাগ আউটে থাকার যোগ্যতা হারিয়েছেন। তাৎক্ষনিক সিদ্ধান্তে সানোয়ারের উপর কঠোর হতে হচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিলকে।



 

Show all comments
  • Jamil ২৯ নভেম্বর, ২০১৬, ১:১৭ এএম says : 0
    Ki hosse asob ?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিসিবি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ