Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২ নোয়াখালী প্রবাসীকে দ. আফ্রিকায় গুলি ও কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২২, ৯:১১ এএম

দক্ষিণ আফ্রিকায় চাঁদার জন্য প্রকাশ্যে দুই নোয়াখালী প্রবাসীকে গুলি ও কুপিয়ে করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় আহত হয়েছে আরো দুজন। রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকাপ্রবাসী শামসুল আলম রবিন। তার আগে, শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে ব্রাকফান শহরের এ ঘটনা ঘটে।

দক্ষিণ আফ্রিকাপ্রবাসী শামসুল আলম রবিন জানান, নিহত দুই যুবক আফ্রিকার ব্রাকফান শহরের একটি বাংলাদেশীর দোকানে চাকরি করেন।

কয়েক দিন আগে সন্ত্রাসীরা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে শনিবার রাত সাড়ে ৮টার দিকে দুজন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী তাদের দোকানে প্রবেশ করে। একপর্যায়ে সন্ত্রাসীরা শুভকে গুলি করে।এ সময় আরিফ, হাসানসহ তিনজনকে কুপিয়ে গুরুত্বর আহত করে।এ সময় সন্ত্রাসীরা দোকান থেকে মালা মাল লুট করে নিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভ ও আরিফকে মৃত ঘোষণা করেন। নিহত আরিফ হোসেন (২২) সোনাইমুড়ীর বজরা ইউনিয়নের দক্ষিণ পশ্চিম বদরপুর গ্রামের আবদুর রশিদ মিয়ার বাড়ির মহিন উদ্দিনের ছেলে।নিহত মো.শুভ (২৪) উপজেলার পোরকরা গ্রামের আবদুল লতিফের ছেলে।

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দক্ষিণ আফ্রিকা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ