Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রঙ্গিন পোশাকে সমাবেশ করবে অভিনয় শিল্পী পরিচালক প্রযোজক ও নাট্যকাররা

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : অভিনয়শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের পাঁচ দফা দাবিতে মহাসমাবেশের ডাক দিয়েছে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও)। আগামী ৩০ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ হবে। জোটে অন্তর্ভুক্ত সংগঠনগুলোর সদস্যরা সমাবেশে বিভিন্ন রঙের পোশাক পরে উপস্থিত হবেন বলে জানা গেছে। লাল পোশাকে থাকবেন অভিনয়শিল্পী সংঘের সদস্যরা। পরিচালকরা পরবেন সবুজ, নাট্যকাররা সাদা ও প্রযোজকরা নীল পোশাকে উপস্থিত হবেন। ১৩টি সংগঠনের সমন্বয়ে গঠিত এ জোটের সভাপতি অভিনেতা ও নির্মাতা মামুনুর রশীদ। তিনি জানান, অভিনয়শিল্প বাঁচাতে, শিল্পী, নির্মাতা ও কুশীলবদের অধিকার রক্ষার জন্য পাঁচটি দাবি তারা উত্থাপন করবেন। অভিনয়শিল্পী সংঘের সদস্য সচিব ও অভিনেতা আহসান হাবীব নাসিমের স্বাক্ষর করা এক বিবৃতিতে জানানো হয়, অভিনয়শিল্পীদের ঐক্যবদ্ধ হওয়া এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ মহাসমাবেশে যোগ দেবেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনয়


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ