Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালী সদরের কালিতারায় নগদ টাকা ও জুয়ার সরঞ্জামসসহ ৫ জুয়াড়ি আটক

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২২, ৬:৪০ পিএম

 সদর উপজেলার কালিতারা এলাকায় অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ১৬শত টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।

সোমবার সকালে আটককৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় জুয়া আইনে মামলা দায়ের করে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হচ্ছেন, নোয়াখালী পৌর এলাকার জালিয়াল এলাকার জামাল হোসেনের ছেলে চাঁন মিয়া হেলাল (২১), একই এলাকার আকরাম উদ্দিনের ছেলে আকবর হোসেন রাকিব (২২), আহসান উল্যার ছেলে তারেক উল্যাহ (২১), মহব্বতপুর গ্রামের আহাম্মদ উল্যার ছেলে টিপু উদ্দিন (২৫) ও মনু মিয়ার ছেলে ইমন হোসেন শিমুল (২৫)।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে সদর উপজেলার কালিতারা এলাকার একটি ঘরে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় ওই ঘর থেকে জুয়া খেলা অবস্থায় নগদ টাকা ও জুয়ার সরঞ্জামসহ ৫জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ