বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেছারাবাদে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লাঠির পিটুনিতে হাসান বেপারী (৪০) নামের এক লঞ্চ কর্মচারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে গগন গ্রামের কর্মকার পট্রি এলাকায় ওই ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘাতক সরোয়ার হোসেন (৪০) পালিয়ে যায় বলে জানিয়েছে ওই এলাকার ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছে। ঘাতক সরোয়ার একই গ্রামের হাশেম আলীর পুত্র। এ রিপোর্ট লেখার সময় হাসানের বাবা মহিউদ্দিন মিয়া পুত্র হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে বৈঠাকাটা মিয়ারহাট রুটের একটি লঞ্চের কর্মচারী হাসান ওইদিন সকালে লঞ্চের কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলেন। এ সময় ঘাতক সরোয়ার একটি সাইজ কাঠের টুকরা দিয়ে সজোরে হাসানের মাথায় আঘাত করে। মাথায় আঘাত পেয়ে হাসান মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা গিয়ে হাসানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। আসামী গ্রেফতারের জন্য চেষ্টা করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।