নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : দ্য বেøজার বিডি বিকেএসপি কাপ আরচ্যারি চ্যাম্পিয়নশিপে সেরার খেতাব জিতেছে তীরন্দাজ সংসদ। তারা প্রতিযোগিতায় ৬টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জপদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে। ঢাকা আর্মি আরচারি ক্লাব ২টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ১ এক ব্রোঞ্জপদক পেয়ে রানার্সআপ ও বিকেএসপি এইচপিটি ১স্বর্ণ, ২টি করে রৌপ্য ও ব্রোঞ্জপদক জিতে তৃতীয়স্থান পেয়েছে। গতকাল প্রতিযোগিতার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান। এসময় বিশেষ অতিথি ছিলেন দি বেøজার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। আরও উপস্থিত ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রুহুল আযাদ, পরিচালক (প্রশিক্ষণ) মো. মোশারফ হোসেন মোল্লা, অধ্যক্ষ লে. কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ, উপ-পরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মিমু ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নুসরাৎ শারমীন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।