Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্ধারিত সময়ে আগেই উন্নয়নের মহাসড়কে পৌঁছাব : সরকারি দল সরকারি কর্তারা বিদেশে টাকা পাচার করছে এটা দেখা দরকার : বিরোধী দল

সংসদে প্রেসিডেন্টের ভাষণের ওপর আলোচনা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে নির্ধারিত সময়ে আগেই দেশ উন্নয়নের মহাসড়কে পৌছে যাবে বলে আশা প্রকাশ করেছেন সরকারী দলের সংসদ সদস্যরা। গতকাল মঙ্গলবার সংসদে প্রেসিডেন্টের ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে সাধারণ আলোচনাকালে তারা আশা প্রকাশ করেন। এদিকে সরকারি কর্মকর্তারা বিদেশে টাকা পাচার করছে এটা দেখা দরকার। একই আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের সদস্যরা অর্থপাচার ও লুটপাটের সঙ্গে জড়িতদের নাম প্রকাশের দাবি জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে এই আলোচনায় অংশ নেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, আওয়ামী লীগের সুবিদ আলী ভুইয়া, দবিরুল ইসলাম, মনোয়ার হোসেন চৌধুরী, আব্দুস সালাম মুর্শেদী এবং বিরোধী দল জাতীয় পার্টির মো. ফখরুল ইমাম, পীর ফজলুর রহমান ও অধ্যক্ষ রওশন আরা মান্নান।

আলোচনায় অংশ নিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন বলেন, দ্রুত অগ্রসরমান বাংলাদেশ নির্ধারিত সময়ের আগেই উন্নত দেশে পৌছে যাবে। সেই লক্ষ্য নিয়েই কাজ করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে জনবান্ধন জনপ্রশাসন গড়ে তোলা সম্ভব হয়েছে। প্রথমবারের মতো দীর্ঘ মেয়াদী উন্নয়র পরিকল্পনা নেওয়া হয়েছে। শতবর্ষী ব-দ্বীপ পরিকল্পনাও নেওয়া হয়েছে। এসকল পরিকল্পনায় তৃণমূল জনগোষ্ঠিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশ দ্রুতই উন্নয়নের মহাসড়কে পৌঁছে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

করোনা ভ্যাকসিন নিয়ে সরকারের সমালোচনার জবাবে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, অনেকেই বলেছিলেন, সরকার ভ্যাকসিন আনতে পারবে না। এখন ভ্যাকসিন আসার পর তারা বলছেন, এগুলো কী ভালো? আসলে সরকারের কোন ভাল কাজই তাদের চোখে পড়ে না। তিনি বলেন, বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে গৃহহীনরা আশ্রয় খুঁজে পাচ্ছে। উন্নয়ন-অগ্রগতিতে দেশ দৃষ্টান্ত স্থাপন করছে। এই কারণে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র-চক্রান্ত চলছে। এই ষড়যন্ত্র-চক্রান্তের বিরুদ্ধে স্বোচ্চার থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

বিদেশে টাকা পাচার ও লুটপাটকারীদের পরিচয় জাতীয় সংসদে তুলে ধরার দাবি জানান জাতীয় পার্টির সংসদ সদস্য মো. ফখরুল ইমাম। তিনি বলেন, লুটেরা কারা? এরা কী দলে? সরকারে না আশপাশে? এদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন জানতে চাই। তিনি বলেন, দেশে ধনীদের আয় যেভাবে বাড়ছে দরিদ্রদের আয় সেভাবে বাড়ছে না। ফলে আয় ব্যবধান তৈরি হচ্ছে। দেশে বর্তমানে ৩ কোটি ৭০ লাখ মানুষ দরিদ্র। প্রায় দুই কোটি অতিদরিদ্র রয়েছে।

দেশের বিভিন্ন খাতে দুর্নীতির বিরাট অভিযোগ উঠেছে উল্লেখ করে বিরোধী দলীয় সংসদ সদস্য ফখরুল ইমাম বলেন, চীনের সাথে ২৭টি সমঝোতা স্মারকে সাড়ে ৩৭ বিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণা এসেছে। বাস্তবে এর সামান্য বাংলাদেশে এসেছে। কত এসেছে, তা জানতে চাই। তিনি বলেন, এখন শোনা যাচ্ছে বিদ্যুৎ কেন্দ্রে কয়লা ব্যবহার করা হবে না। তাহলে এতদিন আন্দোলন চললো কেন? এর অর্থদন্ড কত?

দেশের অর্থনৈতিক খাতের ‘অব্যবস্থাপনার’ সমালোচনা করে বিরোধী দল জাতীয় পার্টির আরকে সংসদ সদস্য পীর ফজলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী অনেক কাজ করছেন। কিন্তু আামদের অর্থনৈতিক খাত পিতা-মাতার বখে যাওয়া সন্তানের মতো। অবাধ্য সন্তানের মতো। সরল পথে আনা যাচ্ছে না। হাইকোর্টও বলছে, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ঠগবাজ, প্রতারকদের আশ্রয় দিচ্ছেন। এক মামলার পূর্ণাঙ্গ রায়ে এই পর্যবেক্ষণ এসেছে। তিনি বলেন, বিদেশে টাকা পাচার হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সরকারি কর্মকর্তারা বিদেশে টাকা পাচার করছেন। এটা দেখা দরকার।

সরকারী দলের আরেক সংসদ সদস্য সাইফুজ্জামান বলেন, বিএনপি-জামায়াতের ইতিহাসই মিথ্যায় ভরা। পৌর নির্বাচনসহ বিভিন্ন নির্বাচনে দেখছি, জনগণ তাদের ভোট দিতে চায় না। এ কারণে বিএনপি উন্মাদের মত আচরণ করছে। তিনি আরো বলেন, টিকা কে আগে নেবেন সেটা নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করছে বিএনপি। বলা হচ্ছে, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ নাকি সবার আগে টিকা নিয়েছেন, এটি একটি ভুল তথ্য। সংসদে ভুল তথ্য না দেওয়ার অনুরোধ করেন তিনি।

জাতীয় পার্টির রওশন আরা মান্নান বলেন, পিকে হালদারের বান্ধবী না হতে পেরে এখন অনেকে আফসোস করছে। কারণ তার বন্ধবীরা এতো টাকা পেয়েছে! তিনি বলেন, তাকে বিদেশ থেকে ধরে এনে কঠোর শাস্তি দেওয়া হোক। না হলে ভবিষ্যতে উদাহরণ হয়ে থাকবে। অনেকে টাকা পয়সা নিয়ে বিদেশে পালিয়ে যাবে। এ ধরণের আরো কত পিকে হালদার আছে, দুদককে তা খুঁজে বের করতে হবে।



 

Show all comments
  • মোহাম্মদ কাজী নুর আলম ২৭ জানুয়ারি, ২০২১, ৮:৫৭ এএম says : 0
    নির্ধারিত সময়ে দুর্নিতিবাজরাও তাদের লক্ষে পৌঁছে যাবে!!!!
    Total Reply(0) Reply
  • নাসিম ২৭ জানুয়ারি, ২০২১, ৮:৫৮ এএম says : 0
    চলমান সংসদের প্রতি দেশের কোনো মানুষের কোনো আগ্রহ আচে বলে মেন হয় না।
    Total Reply(0) Reply
  • মেহেদী ২৭ জানুয়ারি, ২০২১, ৮:৫৮ এএম says : 0
    যে যখন ক্ষমতায় থা্কে তারা তখন বিদেশে অর্থ পাচার করে--এটাই বাস্তবতা।
    Total Reply(0) Reply
  • তোফাজ্জল হোসেন ২৭ জানুয়ারি, ২০২১, ৮:৫৯ এএম says : 0
    এই অকার্যকর ও জনপ্রতিনিধিত্বহীন সংসদের প্রতি আমাদের কোনো আগ্রহ নেই।
    Total Reply(0) Reply
  • কাজী হাফিজ ২৭ জানুয়ারি, ২০২১, ৯:০০ এএম says : 0
    হলেই ভালো।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ