Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংসদের শেষ অধিবেশন চলবে ৫ দিন পর্যন্ত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৮, ৫:১০ পিএম

দশম সংসদের শেষ অধিবেশন শুরু হয়েছে। আজ রোববার বিকেল চারটা ৫০ মিনিটে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের ২৩তম অধিবেশন শুরু হয়। চলবে আগামি ২৫ অক্টোবর আগামী বৃহস্পতিবার পর্যন্ত। অধিবেশন শুরু হওয়ার আগে কার্য–উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে জানানো হয়, চলতি অধিবেশনে উত্থাপনের জন্য ছয়টি বিলের নোটিশ পাওয়া গেছে। সংসদে পাসের অপেক্ষায় একটি, কমিটিতে পরীক্ষাধীন ছয়টিসহ মোট ১৩টি বিল পাসের অপেক্ষায় রয়েছে।
কার্যউপদেষ্টা কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য এবং সংসদনেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশ নেন। এ ছাড়া কমিটির সদস্য বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, হুসেইন মুহম্মদ এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, মো. ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আব্দুল্লাহ, রাশেদ খান মেনন, আ.স.ম. ফিরোজ, মইন উদ্দীন খান বাদল এবং আনিসুল হক বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে স্পিকার চলতি অধিবেশনের সভাপতিমন্ডলী মনোনয়ন করা হয়। সভাপতিমন্ডলীর সদস্যরা হলেন এবি তাজুল ইসলাম, ফরিদুল হক খান, সাধন চন্দ্র মজুমদার, ফখরুল ইমাম, সেলিনা জাহান রিতা। স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমন্ডলীর সদস্যদের মধ্যে অগ্রবর্তীজন সংসদ পরিচালনা করবেন।

 

 

 

 

 

 

 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংসদের শেষ অধিবেশন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ