বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : দশম জাতীয় সংসদের ১২তম অধিবেশন আগামী ৪ ডিসেম্বর বসছে। ওইদিন বিকেল ৪টায় অধিবেশন শুরু হবে। গতকাল সোমবার প্রেসিডেন্ট মো: আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, সংসদের ১২তম অধিবেশন গত ৬ অক্টোবর শেষ হয়। দুই মাসের মধ্যে অধিবেশন শুরুর বাধ্যবাধকতার কারণে প্রেসিডেন্ট এ অধিবেশন আহ্বান করেছেন। অধিবেশন কতদিন চলবে তা জানা যায়নি। তবে নিয়ম রক্ষার এই অধিবেশন এক সপ্তাহ চলতে পারে বলে জানা গেছে। অধিবেশন শুরুর দিন জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। আগামী জানুয়ারির শেষ সপ্তাহে বছরের প্রথম অধিবেশন বসবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।