পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
তদন্তে কমিটি গঠন হচ্ছে
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের দুই নম্বর গেইটের হাসপাতালের মেডিসিন সেন্টারে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়েছে। তবে এ সময় চীফ মেডিকেল অফিসার রফিকুল রহমান তার রুমে বসা ছিলেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। এ ঘটনা ক্ষতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। গতকাল (মঙ্গলবার) বিকাল সোয়া ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট চেষ্টা চালিয়ে সাড়ে ৪টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার পরিদর্শক এনায়েত হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, জাতীয় সংসদের হাসপাতালের মেডিসিন সেন্টারের এসি রুমে আগুন লেগেছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন তীব্র ছিল না। ক্ষয়ক্ষতির বিষয় ও আগুনের সূত্রপাত রিপোর্ট হাতে আসার পর জানা যাবে বলে জানান তিনি।
ডা: মাহমুদা খানম সিদ্দিকা ইনকিলাবকে বলেন, চীফ মেডিকেল অফিসার রফিকুল রহমান তার রুমে বসা ছিলেন। হঠাৎ দেখতে পারেন তার রুমে কালো ধুয়া তখন বের হওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু অনেক কষ্টে বের হতে পেয়েছেন। এর পরে ফায়ার সার্ভিসের লোকজন সে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে জাতীয় সংসদের চীফ মেডিকেল অফিসার রফিকুল রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করবে না বলে জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।