পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের উদ্যোগে মহাসচিব প্রিন্সিপাল শাব্বীর আহমদ মোমতাজীর নেতৃত্বে সুনামগঞ্জ জেলাধীন ছাতক উপজেলার অন্তর্গত বেশকয়েকটি গ্রামের অসহায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
গতকাল সংগঠনের উচ্চপর্যায়ের এক প্রতিনিধি দল সেখানে অবস্থান করে ছাতক জালালিয়া ফাযিল মাদরাসা প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণী কার্যক্রম সম্পন্ন করেন। সংগঠনের পক্ষ থেকে ৪ দিনব্যাপী আয়োজিত ত্রাণ বিতরণী কার্যক্রমের প্রথম দিনে বানভাসিদের উদ্দেশ্যে মহাসচিব প্রিন্সিপাল শাব্বীর আহমদ মোমতাজী বলেন, জলোচ্ছ্বাস, মহামারী, ঘূর্ণিঝড়সহ নানাবিধ সঙ্কট ও প্রাকৃতিক দুর্যোগ বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার একমাত্র উপায় ধৈর্য্য ধারণের পাশাপাশি আল্লাহর নৈকট্য অর্জনে সচেষ্ট থাকা।
বিভিন্ন গণমাধ্যমের জরীপ অনুযায়ী বাংলাদেশে গত একশত সাতাশ বছরের মধ্যে এ ধরণের বন্যা এই প্রথম। চলমান বন্যায় সিলেট, সুনামগঞ্জসহ বাংলাদেশের উত্তর ও উত্তর পূর্বের বেশকয়েকটি জেলা পানিতে ডুবে গেছে। বন্যায় আপনাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, যে দুর্ভোগ আপনারা সহ্য করেছেন তা লাগব করার ক্ষমতা আমাদের নেই। আমরা এসেছি সিলেটের সনামধন্য আলেম ওলামাগণ যারা জমিয়াতুল মোদার্রেছীনের সাথে সম্পৃক্ত তাদের নিয়ে আপনাদের কল্যাণে আল্লাহর দরবারে দোয়া করার জন্য। আল্লাহ যেন এই কঠিন মুছিবত থেকে আপনাদের এবং আমাদের সকলকে হেফাজত করেন।
তিনি বলেন, জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীনের নির্দেশনায় এবং সারা দেশের শিক্ষক-কর্মচারী ও মসজিদে গাউছুল আজমের মুসল্লিদের সম্মিলিত প্রচেষ্টায় আপনাদের সামান্য সহযোগিতার জন্য কিছু নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য এনেছি, যা কেবল সহযোগিতা হিসেবে আপনারা গ্রহণ করবেন এটি কোনো রিলিফ কিংবা অনুগ্রহ নয়। নেতৃবৃন্দ আগত সকল দুস্থ ও অসহায় বানভাসিদের নিয়ে আল্লাহর দরবারে দুয়ার মাধ্যমে ত্রাণ কার্যক্রম শুরু করেন। জমিয়াতুল মোদার্রেছীনের ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, লবন, আলু, চিনি ইত্যাদি।
ত্রাণ বিতরণী কার্যক্রম শেষে চলমান দুর্যোগ মোকাবেলায় করণীয় সম্পর্কে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের সাথে ছাতক জালালিয়া ফাযিল মাদরাসা মিলনায়তনে মহাসচিব প্রিন্সিপাল শাব্বীর আহমদ মোমতাজী এক মতবিনিময় সভায় মিলিত হয়ে উপস্থিত শিক্ষক-কর্মচারীগণকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বিশেষ উপহার সামগ্রী প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও বিশ্বনাথ কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নোমান আহম্মদ, কেন্দ্রীয় নেতা প্রিন্সিপাল মাওলানা আতাউর রহমান, সিলেট জেলা সেক্রেটারী প্রিন্সিপাল মাওলানা সারওয়ারে জাহান, সিলেট মহানগরীর সভাপতি ভাইস-প্রিন্সিপাল মাওলানা কুতুবুল আলম, সুনামগঞ্জ জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা আব্দুল আহাদ ও সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা সেক্রেটারী প্রিন্সিপাল মাওলানা মঈনুল ইসলাম পারভেজসহ স্থানীয় নেতৃবৃন্দ। -প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।