পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সারা দেশের বন্যাদুর্গতদের সহায়তার জন্য সমাজের বিত্তবান, সমাজসেবী, ব্যবসায়ী ও দানশীল মানুষসহ সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি এবং দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন।
তিনি বলেছেন, লাখ লাখ মানুষ বন্যাকবলিত। ভারত থেকে নেমে আসা উজানের পানিতে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাসহ কয়েকটি জেলার মানুষ এখনো পানিবন্দি। বানের পানিতে সহায়সম্বল হারিয়ে দুর্গতরা খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধের অভাবে বিপর্যয়ের মুখে পড়েছেন। দেশের এই ক্রান্তিকালে সবার উচিত যার যা আছে তা নিয়ে দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসা। গত বুধবার বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের স্ট্যান্ডিং কমিটির সভায় তিনি এ আহবান জানান। সভায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন এলাকার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের একমাত্র অরাজনৈতিক পেশাজীবী এ সংগঠনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল শিগগিরই বন্যা পিড়িতদের মাঝে ত্রাণ সামগ্রী নিয়ে যাবেন। সভা সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী।
সংগঠনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন বলেন, দেশের দুর্যোগ ও ক্রান্তিকালে জমিয়াতুল মোদার্রেছীন সর্বদাই ভুমিকা রেখে আসছে। বিভিন্ন সময় বন্যাকবলিত অসহায় মানুষ, শীত মৌসুমে শীতার্তদের এবং মহামারি করোনাকালে সুবিধাবঞ্চিত ও ক্ষতিগ্রস্থ জনগণকে সর্বাত্মক সহযোগিতা করেছে জমিয়াতুল মোদার্রেছীন। মাদরাসা শিক্ষক-কর্মচারীসহ দেশের সকল বিত্তবান সিলেট, সুনামগঞ্জের বন্যার্তদের পাশে দাড়াবেন তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, দেশের কয়েকটি জেলার মানুষ বন্যাকবলিত। যার যা সাধ্য আছে তা নিয়েই অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।
এ ছাড়া জমিয়াতুল মোদার্রেছীনের মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দকে আয়োজিত এ ত্রাণ কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার জন্য অনুরোধ জানানো হয়। পাশাপাশি দেশের সকল মাদরাসা শিক্ষক-কর্মচারী, শিক্ষর্থী ও অভিভাবকবৃন্দকে জমিয়াতুল মোদার্রেছীনের মাধ্যমে বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সংগঠনের ত্রাণ তহবিলে যথাসাধ্য সাহায্য সহযোগিতা প্রেরণের জন্য আহবান জানান। সভায় বন্যায় যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন সকলের প্রতি সমবেদনা জানিয়ে ধৈর্যধারণের অনুরোধ জানান এবং মুনাজাতের মাধ্যমে আল্লাহর দরবারে সাহায্য প্রর্থনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জমিয়াতুল মোদার্রেছীনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা কবি রূহুল আমীন খান, তেজগাঁও মদীনাতুল উলুম মডেল কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক, মহাখালী হোসাইনিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা নজরুল ইসলাম আল-মারুফ, ঢাকা নেছারীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শরীফ মো. আবু হানিফ, মাহমুদা খাতুন মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা বদিউল আলম, হাজী মরনআলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. জাহাঙ্গীর আলম মজুমদার, নয়াটোলা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা রেজাউল হক, গাউছিয়া ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. এজহারুল হক, দারুল ফালাহ্ ছালেহীয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো. ছাদেক হাসান, নাজমুল হক কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা লোকমান শেখ, দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার মাওলানা মো. জহিরুল ইসলাম, মুগরাকুল মোহাম্মদীয়া মাদরাসার মাওলান মো. নোমান ছিদ্দিকী প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।