Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালয়েশিয়া মিশনে প্রস্তুত সাবিনারা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জুন, ২০২২, ১২:০০ এএম

ফিফা আন্তর্জাতিক দুই প্রীতি ম্যাচের সিরিজ খেলতে আগের দিন গভীর রাতে ঢাকায় এসে পৌঁছে গতকাল অনুশীলনে ঘাম ঝরিয়েছে মালয়েশিয়ার মেয়েরা। বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুশীলন করে মালয়েশিয়ান জাতীয় নারী দল। এর আগে বিকাল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুশীলন করে বাংলাদেশ জাতীয় নারী দল।
মালয়েশিয়ার বিপক্ষে সাবিনা খাতুনদের এ দুই ম্যাচ সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেখানকার ভয়াবহ বন্যার কারণে তা আর হচ্ছে না। ম্যাচ দু’টি ঢাকায় নিয়ে আসা হয়েছে। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ জুন এবং দ্বিতীয় ম্যাচ ২৬ জুন। আগামী সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবেই এই প্রীতি ম্যাচ খেলছে বাংলাদেশ নারী দল। এ প্রসঙ্গে গতকাল জাতীয় নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘সামনে আমাদের সাফ চ্যাম্পিয়নশিপের খেলা রয়েছে। তার আগে এই ম্যাচ দুটি সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে ভালো কাজ দেবে। মালয়েশিয়া শক্তিশালী দল। আমরা চেষ্টা করবো ঘরের মাঠে ভালো ফুটবল উপহার দিতে।’ মালয়েশিয়া নারী ফুটবল দল বাংলাদেশে আসার ছয় দিন আগে জামাল ভূঁইয়ারা কুয়ালালামপুর থেকে ঢাকায় ফিরেছেন। গত ১৪ জুন কুয়ালালামপুরে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে শূন্য হাতেই দেশে ফেরেন জামাল-জিকোরা। এখন ঘরের মাঠে সাবিনারা মালয়েশিয়া নারী দলকে হারাতে পারেন কিনা তা দেখার অপেক্ষায় আছেন লাল-সবুজের ফুটবলপ্রেমীরা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিফা

২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ