Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিফার বিশেষ পুরস্কার পেলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২২, ১২:০১ এএম

ফিফার বর্ষসেরা সংক্ষিপ্ত তিনে ছিলেন না তিনি। তবে ঠিকই ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে আলো ছড়ালেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফিফপ্রো মেন্স একাদশের আক্রমণভাগে ঠাঁই তো পেয়েছিলেনই সেই সাথে সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলদাতার সিংহাসনে বসার স্বীকৃতিও পেলেন ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরা রোনালদো। বিশেষ পুরস্কারটি নিতে এসে পর্তুগিজ তারকা জানালেন আগামী নিয়ে ভাবনা।
ইরানের আলি দাইয়ের করা ১০৯ গোলের রেকর্ড গত বছরই নিজের করে নেন রোনালদো। ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ডের পর্তুগালের হয়ে মোট গোলসংখ্যা ১১৫টি। বয়সকে স্রেফ তুড়ি মেরে ছুটে চলা রোনালদো বরাবরের মতোই প্রত্যয়ী কণ্ঠে দিলেন এগিয়ে চলার বার্তা। জানালেন, ফুটবলের প্রতি তার নিবেদন ও ভালোবাসার কথা, ‘এখনও খেলাটির প্রতি এবং গোল করার প্রতি আমার প্যাশন কাজ করে। পাঁচ বছর বয়স থেকে ফুটবল খেলছি। যখন আমি মাঠে যাই, এমনকি অনুশীলন করি, আগের মতোই অনুপ্রেরণা অনুভব করি। কদিনের মধ্যে ৩৭ বছর হবে আমার, কিন্তু আমি ভালো বোধ করছি। কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছি। আমি খেলাটিকে ভালোবাসি এবং খেলাটির প্রতি আমার আবেগ আছে। আমি চালিয়ে যেতে চাই। আশা করি, হয়ত আরও চার বা পাঁচ বছর ফুটবল খেলে যেতে পারব। এটা আসলে (বয়স নয়) মানসিক বিষয়। নিজের শরীরের যথাযথ যতœ নিলে প্রয়োজনের সময় প্রতিদান মিলবে।’
সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলের মালিক হতে পেরে স্বপ্ন প‚রণের আনন্দে ভাসছেন রোনালদো। দারুণ এই পথচলায় সহযোগিতার হাত নিয়ে পাশে থাকা জাতীয় দলের সতীর্থদের প্রশংসা করতে ভোলেননি। আবারও বাবা হওয়ার সুখবরও দিয়েছেন তিনি, ‘প্রথমত গত ২০ বছর ধরে পাওয়া জাতীয় দলের সব সতীর্থ, যাদের সঙ্গে আমি খেলেছি, তাদেরকে ধন্যবাদ দিতে চাই। রেকর্ডটা ছিল ১০৯ গোলের, তাই তো? তাহলে এখন ছয়টা বেশি গোল আমার। আমি ভীষণ গর্বিত। ফিফার কাছ থেকে এটা আমার জন্য বিশেষ পুরস্কার। সংস্থাটিকে আমি ভীষণ শ্রদ্ধা করি। (এই পথচলায়) আমার পরিবারকেও ধন্যবাদ জানাতে হবে। শিগগিরই আমি আবারও বাবা হবো। আমি খুবই গর্বিত। সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হতে পারাটা দারুণ ব্যাপার।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিফা

২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ