Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইকুয়েডরে ৩ প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২২, ১২:০২ এএম

ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলার্মো লসো শুক্রবার রাতে দেশটির তিনটি প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে স্বদেশি জনগোষ্টীর সহিংস বিক্ষোভ মোকাবেলায় এমন পদক্ষেপ গ্রহণ করা হয়। টেলিভিশনে দেয়া ভাষণে লসো বলেন, ‘আমি আমাদের রাজধানী ও আমাদের দেশকে রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।’ এই তিনটি প্রদেশের একটি হচ্ছে রাজধানী কুইটো। গণ অধিকার স্থগিত ও কারফিউ ঘোষণা করে আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রেসিডেন্ট সশস্ত্র বাহিনীকে ডেকে পাঠানোর মধ্যদিয়ে এ ফরমান কার্যকর করা হয়। স্বদেশি জনগোষ্ঠী সোমবার সরকার বিরোধী লাগাতার বিক্ষোভ শুরু করে। পরে এ বিক্ষোভে শিক্ষার্থী, শ্রমিক ও অন্য সমর্থকরা যোগ দেয়। তারা কুইটো অভিমুখী মহাসড়কসহ দেশের বিভিন্ন রাস্তা অবরোধ করে। বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে কমপক্ষে ৪৩ জন আহত এবং ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। লসো ক্ষোভ প্রশমনে স্বদেশি জনগোষ্টীর নেতাদের সাথে বৃহস্পতিবার সাক্ষাৎ করলেও এক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি হয়নি। ডানপন্থী সাবেক এ ব্যাঙ্কার এক বছর আগে ইকুয়েডরের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইকুয়েডর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ