Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত ২০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২২, ১২:০৫ এএম

ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে স্থানীয় সময় রবিবার সকালে কারাগারে ছড়িয়ে পড়া ব্যাপক দাঙ্গায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। দক্ষিণ আমেরিকার এ দেশের কারাগারে এটি ভয়াবহ সহিংসতার সর্বশেষ ঘটনা। প্রেসিডেন্টের দপ্তর থেকে এ কথা জানানো হয়। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। প্রেসিডেন্ট গুইলার্মো লাসোর মুখপাত্র জানায়, কুয়েনকার আল তুরি কারাগারে এ দাঙ্গায় ২০ নিহত এবং ১০ জন আহত হয়েছে। নিহতদের পরিচয় জানা গেছে এবং আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। ইকুয়েডর কারাগারে দাঙ্গা দমনে সাম্প্রতিক বছরগুলোতে চেষ্টা চালাতে দেখা গেছে সরকারকে। ২০২১ সালে দেশটিতে বিভিন্ন দাঙ্গায় ৩২০ আসামি নিহত হয়। এসব দাঙ্গার অধিকাংশ ছিল মাদক চক্র সংক্রান্ত। স্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিও কারিলো সাংবাদিকদের বলেন, এ দাঙ্গা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং এটি দমনে পুলিশ ও সেনাবাহিনীর ৮শ’ সদস্য পাঠানো হয়। কারাগারের সর্বোচ্চ নিরাপত্তা শাখায় স্থানীয় সময় রাত দেড়টার দিকে এ দাঙ্গা ছড়িয়ে পড়ে। এদিকে ওই কারাগার থেকে প্রায় ৯০ আসামিকে সরিয়ে নেয়া হয়েছে। কর্তৃপক্ষ জোরদিয়ে বলছে, এ সময় সেখান থেকে কেউ পালিয়ে যায়নি। কারিলো জানান, এ দাঙ্গা ছিল মাদক চক্র সংক্রান্ত। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত ২০
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ