Inqilab Logo

শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মারিওপোলে কলেরা মহামারির আশঙ্কা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুন, ২০২২, ১০:৫৮ এএম | আপডেট : ১১:০২ এএম, ১১ জুন, ২০২২

রুশ অধিকৃত ইউক্রেনের মারিওপোলে ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। ইতোমধ্যে সেখানে ছড়িয়ে পড়া কলেরা মহামারি আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছে একাধিক সংস্থা।

ব্রিটেনের প্রতিরক্ষা দপ্তর বলছে, প্রায় পুরোপুরি রুশ সেনার দখলে চলে যাওয়া শহরটির স্বাস্থ্য পরিকাঠামো একেবারেই ভেঙে পড়েছে। এর মাঝেই সেখানে বাড়ছে কলেরা সংক্রমণ। যা আর একটু দ্রুত গতিতে ছড়াতে শুরু করলে পরিস্থিতি খারাপ দিকে গড়াবে।

গোয়েন্দা সূত্রের খবর, মে মাস থেকেই কলেরায় সংক্রমিতের সংখ্যা ক্রমশ বাড়ছে মারিওপোলে। স্বাস্থ্য পরিষেবার হাল তলানিতে গিয়ে ঠেকায় সংক্রমণ দ্রুত ছড়াতে সময় নেবে না। রিপোর্টে আরও দাবি, খেরসন অঞ্চলেও দেখা দিয়েছে ওষুধ-সঙ্কট।

একই আশঙ্কার কথা জানিয়েছে ইউক্রেনের স্বাস্থ্য কর্মকর্তারাও। তারা বলছেন, যুদ্ধের জেরে মারিওপোলে বিশুদ্ধ পানির জোগান এবং পরিচ্ছন্নতা বজায় রাখার কাজকর্ম সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে। যার জেরে সেখানে কলেরা সংক্রমণের বিশেষ বৃদ্ধি দেখা যাচ্ছে মে মাস থেকে।

মারিওপোলের মেয়রের উপদেষ্টা পেট্রো আন্দ্রুয়শচেঙ্কো বলেন, ‘সংক্রমণ মহামারির আকার নেওয়ার আশঙ্কা বেশ আনেকটাই, একেবারে রেড লেভেল।’

তবে পেট্রো জানান, যেভাবে অঞ্চলটিকে দখল করে রেখেছে রুশ সেনা তাতে এখনও পর্যন্ত ঠিক কত জন কলেরায় আক্রান্ত, তার যথার্থ পরিসংখ্যান পাওয়া সম্ভব হচ্ছে না।

একই আশঙ্কার খবর আগেই জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এ দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার জানান, তাদের সেনারা ওই শহর নিজেদের দখলে রাখতে জোর সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ