Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

রাইখালীতে চালকে মাঝ পথে ধাক্কামেরে ফেলেদিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় আটক-২

মোটরসাইকেল ভাড়া কথা বলে

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জুন, ২০২২, ২:৫২ পিএম

ভাড়ায় চালিত বাইক নিয়ে চালককে ধাক্কামেরে ফেলে দিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়েছে ২জনকে। শুক্রবার (১০জুন) আসামিদের রাঙামাটি আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে রাঙামাটির কাপ্তাই রাইখালী মতিপাড়া খন্তাকটা নতুন সড়কে ওপর। বৃহস্পতিবার বিকাল শাড়ে তিনটায় রাইখালী নারানগিরি বসবাসরত মো.আরাফাতের (২০)নিকট হতে তার বাইকটি দু'জন যাত্রী ভাড়া নেয়। ভাড়ায় বান্দরবান যাওয়ার কথা বলে রাইখালী খন্তাকটা নতুন সড়কের ওপর মোটরসাইকেল চালক আরাফাতকে যাত্রী দু'জন ধাক্কামেরে ফেলে দিয়ে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।এসময় চালক চন্দ্রঘোনা থানায় দ্রুত ঘটনাটি জানান। চন্দ্রঘোনা থানা তাৎক্ষণিক বাঙালহালিয়া পুলিশক্যাম্পকে অবগত করা হয়। পুলিশক্যাম্পের এসআই সাইফুউদ্দীন ও এসআই কামরুজ্জামান ফোর্স নিয়ে সড়কের পাশে অবস্থান নেয়। ঐসড়ক দিয়ে চুরিকরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় মোহিম চাকমা(২৮)পিতা,প্রেম চাকমা সাং শুকনোছড়ি, উপজেলা বিলাইছড়ি,জেলা রাঙ্গামাটি ও সাইফুল ইসলাম(১৯)পিতা নবী হোসেন,সাং-মৌলবীপাড়া,খাগড়াছড়ি এদেরকে মোটরসাইকেলসহ আটক করা হয়। চন্দ্রঘোনা থানার ইকবাল বাহার চৌধুরী (ওসি) জানান,আমরা ঘটনা জানার পরপর মোটরসাইকেলসহ আসামিদের আটক করি।এবং আইনগত ব্যবস্থা নিয়ে (শুক্রবার) রাঙ্গামাটি আদালতে প্রেরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ