Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনারগাঁওয়ে ফার্নিচার দোকানের কর্মচারীকে গলা কেটে হত্যা, আটক ১

নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জুন, ২০২২, ৯:০৩ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় শরিফুল ইসলাম (৩৬) নামে এক ফার্নিচার দোকানের কর্মচারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এলাকাবাসীরা শাহ আলম নামের এক ছিনতাইকারীকে ছুরি ও রক্তমাখা শার্ট সহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে।

এলাকাবাসীরা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে সোনারগাঁও থানা রোডের মেন্দীভিটা এলাকায় আয়েশা আমজাদ ক্লিনিকের সামনে স্থানীয় নিলা ফার্নিচার দোকানের কর্মচারী শরীফুল ইসলামের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ছিনতাইকারী শাহ আলম।এসময় শরীফুল ইসলাম তার মোবাইল না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আহত শরীফুল ইসলামের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় । এদিকে এ ঘটনার সঙ্গে জড়িত শাহ আলমকে এলাকাবাসী ধাওয়া করে ছুরি ও রক্তমাখা শার্ট সহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
নিহত শরীফুল ইসলাম চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সতন্তর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

আটক শাহ আলম সোনারগাঁও পৌরসভার অনন্তমুছা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমান জানান, স্থানীয় নিলা ফার্নিচার দোকানের কর্মচারী শরীফুল ইসলামের মোবাইল ফোন ছিনতাই করার সময় সে বাধা দিলে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে উপস্থিত এলাকাবাসী ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি ও রক্তমাখা শার্ট সহ শাহআলমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। শাহ আলম সোনারগাঁও থানা পুলিশের তালিকাভুক্ত ব্যবসায়ী ও মাদকাসক্ত। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ