বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
এস. কে সাত্তার, শেরপুরের নালিতাবাড়ি উপজেলার ভোগাই নদীতে রশিটানা নৌকায় চেপে শ্বশুরবাড়ি যাওয়ার পথে ইব্রাহিম মিয়া (৬০) নামে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুন) সকালে নকলা-নালিতাবাড়ী দুই উপজেলার সীমান্ত এলাকা দক্ষিণ কোন্নগর ও ধনাকুশা এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহিমের মা সকালে স্ট্রোক হয়। ইব্রাহিম তার শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে আনতে সকালে স্থানীয় রিকশাচালক মুজিবর রহমান কালুকে নিয়ে নকলা উপজেলার ধনাকুশা নদীর পাড়ে অবস্থিত শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বের হন। সকাল সাড়ে নয়টার দিকে শ্বশুরবাড়ির কাছে থাকা ভোগাই নদী অতিক্রমের সময় একাই মাঝিবিহীন ছোট রশিটানা নৌকা দিয়ে নদী পার হচ্ছিলেন। এ সময় নদীতে পাহাড়ি ঢলের প্রবল স্রোতে ঢলের পানির তোড়ে দড়ি ছিঁড়ে নৌকাটি মাঝ নদীতে ডুবে ইব্রাহিম নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। এক পর্যায়ে খবর পেয়ে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ইব্রাহিমের কোনো সন্ধান পাওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।