Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধামরাইয়ে প্রেমিকার বাড়ীতে গিয়ে লাশ হলেন প্রেমিক

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জুন, ২০২২, ৫:৩৬ পিএম

ঢাকার ধামরাইয়ে প্রেমের টানে ছুটে গিয়ে প্রেমিকার বাড়ীতে লাশ হয়ে বাড়ি ফিরল একাদশ শ্রেণীর ছাত্র প্রেমিক আকরাম হোসেন (১৮) নামের এক যুবক।

আজ বুধবার সকালের দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। উপজেলা বাইশাকান্দা ইউনিয়নের বাঘাইর গ্রামে প্রেমিকার বাড়ীতে এমন ঘটনাটি ঘটেছে। নিহত প্রেমিক আকরাম হোসেনের বাড়ি উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া গ্রামের হান্নান মিয়ার ছেলে। আকরামের বাবা সৌদি প্রবাসী।

নিহতের পারিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজলার কুল্লা ইউনিয়নের কেলিয়া গ্রামের সৌদি প্রবাসী হান্নান মিয়ার ছেলে একাদশ শ্রেণীর ছাত্র আকরাম হোসেনের খালার বাড়ি বাইশাকান্দা ইউনিয়নের বাঘাইর গ্রামে। খালার বাড়ির পাশেই নবম শ্রেণীর ছাত্রী রুমা আক্তারের (১৩) সাথে প্রেমের সর্ম্পক তৈরি হয় আকরামের। পরে তাদের প্রেমের সম্পর্ক উভয় পরিবার জেনে যায়। এনিয়ে প্রেমিকা রুমা আক্তারকে তার পরিবার সম্পর্ক বাদ দিতে চাপ দেয়।

রুমা গত মঙ্গলবার রাতে প্রেমিক আকরামকে ফোন করে তাদের বাড়িতে ডেকে নেয়। পরে রুমা আকরামকে তার আর যোগাযোগ করতে নিষেধ করে। এনিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। ওই রাতে আকরাম রুমা ও তার পরিবারের সামনে বিষ পাণ করে মরণ যন্ত্রনায় ছটফট করতে থাকে। পরে আকরামের খালাতো ভাই জামিল ও তার পরিবার তাকে দ্রুত সাভার গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এঘটনায় আকরামের গ্রামের বাড়িতে শুকের মাতম চলছে। এদিকে আকরামের মৃত্যুর খবর শুনার পর থেকে প্রেমিকা রুমা ও তার পরিবার লোকজন পলাতক রয়েছে।

এই বিষয়ে ধামরাই থানার এসআই তন্ময় সাহা বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



 

Show all comments
  • jack ali ৮ জুন, ২০২২, ৬:৩৫ পিএম says : 0
    সরকার আমাদের মুসলিম অধ্যুষিত দেশে এমন ভাবে যিনা-ব্যভিচার অপসংস্কৃতি ছড়িয়ে দিয়েছে যার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের ব্যক্তি পরিবার সমাজ দেশ সব ধ্বংস হয়ে গেছে....আল্লাহ কোরআন কারিনে করিনে কারীমে প্রচন্ড শাস্তির বিধান রয়েছে যারা সমাজ-সংসার এদেশে যিনা-ব্যভিচার অশ্লীলতা ছড়িয়ে দেয় তারাই হবে জাহান্নামের আগুন জ্বলবে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ