Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফতুল্লায় বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২৩, ৬:৩৫ পিএম

ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পাগলা নৌপুলিশ। সোমবার (৩০ জানুয়ারি) সকালে বুড়িগঙ্গা নদীর ফতুল্লার দাপাস্থ রুপ চান বেপারীর (এনডি) ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে যাওয়া পাগলা নৌ পুলিশের উপ-পরিদর্শল শারজাহান জানায়, সোমবার সকাল ১০ টার দিকে লোক মারফত সংবাদ পান যে,ফতুল্লার দাপাস্থ রুপচান বেপারীর ঘাট সংলগ্ন বুড়িঙ্গা নদীর তীরে একটি লাশ ভাসছে। খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি।বয়স আনুমানিক ২৭-২৮ বছর হবে। লাশটি অর্ধেক পচে গলে গেছে। ধারণা করা হচ্ছে তিন-চার দিন আগের হবে। শরীরে আঘাতের কোন চিহ্ন রয়েছে কি না তা শনাক্ত করা যায়নি। খালি গায়ে তবে পরনে কালো একটি পেন্ট পরা রয়েছে শুধু। লাশটি উদ্ধারের পরে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ