Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালিয়াকৈরে অটোরিকশা চালকের গলা ও গোপনাঙ্গ কাটা লাশ উদ্ধার

কালিাকৈর (গাজীপুর)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৫৭ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে আজাদ শেখ নামে এক অটোরিকশা চালকের গলা ও গোপনাঙ্গ কাটা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। রবিবার সন্ধ্যায উপজেলার বেলাবহ এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তি হলেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বনগ্রাম এলাকার আব্দুল হালিমের ছেলে আজাদ শেখ ( ১৮)। সে উপজেলার হরিণহাটি মুন্সির টেক এলাকায় মনিরের বাসায় ভাড়া থেকে বিভিন্ন এলাকায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায় শনিবার দুপুরে অটোরিকশার চালক আজাদ শেখ প্রতিদিনের মতো জীবিকার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। রাতে বাড়ি না ফিরলে তার পরিবারের লোকজন বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু করে। রবিবার (০৫ ফেব্রæয়ারি উপজেলার বেলাবহ এলাকায় নিহতের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।নিহতের ভাই রাজু হোসেন জানান, শনিবার দুপুরে বাসা থেকে অটোরিকশা নিয়ে রাস্তায় বের হয় আজাদ শেখ। রাতে বাসায় না ফেরায় বিভিন্ন এলাকায় অনেক খোঁজাখুঁজি করি। আমার ভাইয়ের হত্যাকারিদের ফাঁসি চাই।কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, গলা ও গোপনাঙ্গ কাটা অটোরিকশা চালক আজাদ শেখের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশটি গাজীপুর মর্গে প্রেরণ করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আজাদ শেখের অটোরিকশার কোন সন্ধান পাওয়া যায় নাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ