বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাল্য বিয়ের পর সাতক্ষীরায় বধুর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার ( ৬ জানুয়ারি) দুপুরে এঘটনার পর স্বামীকে আটক করে রেখেছেন নিহতের পরিবারের সদস্যরা।
আটককৃত স্বামীর নাম সুমন (১৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়ীয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
অপরদিকে, নিহত বধূ শিমু ( ১৭) একই গ্রামের আব্দুল আজিজ গাজীর মেয়ে ।
নিহতের নিকট আত্মীয় সূত্রে জানা গেছে, প্রায় দু'বছর আগে সম্পর্ক করে পালিয়ে বাল্য বিয়ে করেন সুমন ও শিমু। উভয় পরিবারের মধ্যে আপত্তি থাকলেও একপর্যায়ে তাদের বিয়েকে স্বীকৃতি দেয় দুই পরিবার।
বাল্যবিয়ের পর থেকেই সুমন তার শ্বশুরবাড়িতেই থাকতেন। স্বামী বেকার থাকায় দাম্পত্য জীবন সুখের ছিল না। প্রায়ই ঝগড়া বিবাদ চলতো। শুক্রবারও সুমন তার শ্বশুরবাড়িতে স্ত্রী শিমুর সাথেই ছিলেন। এসময় ওই বাড়িতে আর কেউ ছিলেন না। দুপুরে সুমন প্রচার চালায় তার স্ত্রী ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। বিষয়টি জানার পর নিহতের পরিবারের সদস্যরা সুমনকে আটক করে পুলিশে খবর দেন।
সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ মোঃ ফখরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।