বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মামলায় অভিযুক্ত হওয়ায় ঝালকাঠির নলছিটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর (প্যানেল মেয়র ২) আব্দুল্লাহ আল মামুন লাবলুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ৩১(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়। গত ১০ মে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পৌর ২ শাখার উপ সচিব ফাজানা মান্নান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা যায়। এ সংক্রান্ত চিঠিটি নলছিটি পৌরসভায় আসলেও এতদিন বিষয়টি গোপন রাখা হয়। সোমবার বিকেলে কাউন্সিলর লাবলু সাময়িক বরখাস্তের আদেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
জানা যায়, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর নলছিটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে মেয়র পদে সতন্ত্র প্রার্থী ছিলেন যুবলীগ নেতা আবু সাঈদ মোস্তফা কামাল। তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের অনুরাগ মাদ্রাসা কেন্দ্রে গেলে কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ আল মামুন লাবলু লোকজন নিয়ে তাকে কুপিয়ে আহত করে। ওই নির্বাচনে লাবলু কাউন্সিলর নির্বাচিত হন। এ ঘটনায় কামালের ভাইয়ের ছেলে মো. ইকবাল হোসেন বাদী হয়ে নলছিটি থানায় ২০১৬ সালের ১২ জানুয়ারি একটি মামলা দায়ের করেন। ওই মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষে কাউন্সিলর লাবলুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এ তথ্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পৌর শাখায় গেলে কাউন্সিলর পদ থেকে লাবলুকে সাময়িক বরখাস্ত করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।