প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এবারের কান চলচ্চিত্র উৎসবে ভারতীয় প্যাভিলিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর মুজিব: দ্য মেকিং অব আ নেশন সিনেমার ট্রেইলর প্রদর্শিত হয়। বায়োপিকটিতে তাজউদ্দিন আহমেদের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ। বায়োপিকে নিজের অভিনয় নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, একজন শিল্পী হিসেবে সব সময় আমি পরিচালক যেভাবে বলেন সেভাবে অভিনয় করার চেষ্টা করে থাকি। এতে চেষ্টার কমতি থাকে না। ট্রেলইর প্রকাশের পর সোশ্যাল মিডিয়াসহ নানা মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা প্রসঙ্গে রিয়াজ বলেন, আমি পজিটিভ মানুষ। এটার পজিটিভ দিক হচ্ছে, বঙ্গবন্ধু স¤পর্কে আমাদের তরুণ প্রজন্ম জানছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে অন্তরে লালন করছে তারা। তার ব্যাপারে মানুষজনের ও তরুণ প্রজন্মের কৌতুহল আছে এবং তারা অনেক কিছু জানতে চাচ্ছে, অনেক কিছু নিয়ে প্রশ্ন করছে, যা আমার কাছে ভালো লাগছে। তিনি বলেন, বায়োপিকটি স¤পর্কে আমি যতটুকু জানি, এতে রিসার্চ টিম ছিল। ইতিহাস থেকে নির্মিত হয়েছে সিনেমাটি। এখানে ইতিহাসের কোনো ব্যত্যয় ঘটেছে কিনা তার দায় রিসার্চ টিমের উপর বর্তায়। তবে আমার কাছে মনে হচ্ছে, ইতিহাসের খুব একটা ব্যত্যয় ঘটেনি। ট্রেইলার প্রকাশের পর কিছু কিছু সংলাপ নিয়ে যে প্রশ্ন উঠেছে, এ ব্যাপারে রিয়াজ বলেন, আমার ধারণা এগুলো সবগুলোর এভিড্যান্স আছে। দেখার পর মানুষ সেসবের উত্তর পেয়ে যাবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, স্বাধীনতার এত বছর পর বঙ্গবন্ধুকে নিয়ে অন্তত একটা বায়োপিক হয়েছে। উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনা চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে নুসরাত ইমরোজ তিশা। এছাড়াও সিনেমাটিতে শতাধিক অভিনেতা কাজ করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।